ঢাকা, বাংলাদেশ   রোববার ০৮ ডিসেম্বর ২০২৪, ২৪ অগ্রাহায়ণ ১৪৩১

মোহনগঞ্জে মুক্তিযোদ্ধা আখলাকুলের স্মরণ সভা

নিজস্ব সংবাদদাতা, মোহনগঞ্জ, নেত্রকোনা

প্রকাশিত: ২২:২৭, ২৮ আগস্ট ২০২৩; আপডেট: ১০:৪৯, ২৯ আগস্ট ২০২৩

মোহনগঞ্জে মুক্তিযোদ্ধা আখলাকুলের স্মরণ সভা

ডা. আখলাকুল হোসাইন আহমেদের স্মরণসভা

১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় দেশকে শত্রুমুক্ত করতে ভারতের মেঘালয়ে তুরা ক্যাম্পের ইনচার্জের দায়িত্ব পালন, মুক্তিযোদ্ধাদের চিকিৎসাসহ হাওড়াঞ্চলের মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ দিয়ে দেশের জন্য কাজ করেছেন ডা. আখলাকুল হোসাইন আহমেদ। আমি তার সন্তান হিসেবে নিজেকে গর্ববোধ করি। 
সোমবার মোহনগঞ্জে সৌখিন কমিউনিটি সেন্টারে ডা. আখলাকুল হোসাইন আহমেদের ১১তম মৃত্যুবার্ষিকী ও স্মরণ সভার প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন নেত্রকোনা-৪ আসনের সংসদ সদস্য সাজ্জাদুল হাসান। আরও বক্তব্য রাখেন সাবেক ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের ভিসি গোলাম কবির, নেত্রকোনা জেলা প্রশাসক সাহেদ পারভেজ, জেলা আওয়ামী লীগের সভাপতি আমিরুল ইসলাম, জেলা পরিষদ চেয়ারম্যান অসিত সরকার সজল, পুলিশ সুপার ফয়েজ আহমেদ, নেত্রকোনা পৌর মেয়র নজরুল ইসলাম খান, মোহনগঞ্জ পৌর মেয়র লতিফুর রহমান রতন, উপজেলা চেয়ারম্যান শহীদ ইকবাল, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নূর খান মিঠু, সদস্য তোফায়েল আহমেদ, কাউন্সিলর আজহারুল ইসলাম ফয়সল, বারহাট্টা আওয়ামী লীগের সভাপতি খায়রুল কবির খোকন, খালিয়াজুরী উপজেলা আওয়ামী লীগের সভাপতি অজিত বরণ চৌধুরী, মদনের সভাপতি আব্দুল কদ্দুস প্রমুখ। স্মরণ সভা শেষে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি ও পুরস্কার প্রদান করা হয়েছে।

×