ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

থাকছে দুই ফেরি

কালুরঘাট সেতু সংস্কার শুরু হচ্ছে চলতি মাসেই

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস

প্রকাশিত: ২২:১৮, ৩১ মে ২০২৩

কালুরঘাট সেতু সংস্কার শুরু হচ্ছে চলতি মাসেই

সংস্কারের অপেক্ষায় শতবর্ষ কালুরঘাট সেতু

আগামী ৬ বছরের মধ্যেও নতুন কালুরঘাট সেতু নির্মাণ সম্ভব নয়। যোগাযোগের জন্য তাই কর্ণফুলীর বুকে দাঁড়ানো শতবর্ষী পুরনো সেতুর ওপরই ভরসা রাখতে হচ্ছে বোয়ালখালী ও পূর্ব পটিয়ার কিছু এলাকার বাসিন্দাদের। অবশ্য কক্সবাজারে ট্রেন নেওয়ার জন্য এটিকে সংস্কার করে উপযোগী করা হবে। নতুন সেতুর যে দাবি উঠেছিল, তা আপাতত পূরণ হচ্ছে না। তবে অবশেষে চলতি মাসে শুরু হচ্ছে সংস্কার কাজ। সে কারণে যান চলাচল ৬ মাসের জন্য বন্ধ হচ্ছে। তিন মাসের মধ্যে সংস্কার করে পুরনো এই সেতুর ওপর দিয়েই যাবে কক্সবাজার রুটের ট্রেন।

রেলওয়ে কর্মকর্তারা জানিয়েছেন, বুয়েটের পরামর্শে মেরামতের পর কালুরঘাট সেতু শক্তিশালী হবে। রেলওয়ে পূর্বাঞ্চল সূত্রে জানা গেছে, চলতি মাসের ১৫ জুন থেকে সেতু দিয়ে সকল ধরনের যানবাহন ও রেল চলাচল বন্ধ থাকবে। এ জন্য সেতুর নিচে কর্ণফুলী নদী দিয়ে ফেরি সার্ভিস চালু হতে যাচ্ছে। প্রস্তুত হয়েছে অ্যাপ্রোচ সড়কও। এখন শুধু নির্দেশনার অপেক্ষা। 
চট্টগ্রামের সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী পিন্টু চাকমা জানিয়েছেন, তিনটি  ফেরি প্রস্তুত রয়েছে। দুটি ফেরি সার্বক্ষণিক পারাপার করবে যানবাহন। আর একটি থাকবে অতিরিক্ত।

×