ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কুয়াকাটায় অবমুক্ত করা হলো পাঁচটি সাপ

নিজস্ব সংবাদদাতা, পটুয়াখালী

প্রকাশিত: ২০:৩৬, ১৯ মার্চ ২০২৩

কুয়াকাটায় অবমুক্ত করা হলো পাঁচটি সাপ

উদ্ধার করা সাপ

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর থেকে উদ্ধার করা ৫টি সাপ কুয়াকাটায় অবমুক্ত করা হয়েছে। অ্যানিমেল লাভার্স অব পটুয়াখালী সংগঠনের সদস্যরা রবিবার (১৯ মার্চ) দুপুরে সাপগুলো অবমুক্ত করেন। 

অবমুক্ত করা সাপের মধ্যে বিষধর পদ্ম গোখরা তিনটি, নির্বিষ দাঁড়াশ একটি ও একটি বার্মিজ অজগর।

অ্যানিমেল লাভার্স অব কলাপাড়া শাখার টিম লিডার রাকায়েত আহসান, বায়েজিদ ও মহিপুর বন বিভাগের বন কর্মীরা সাপ কয়টি উদ্ধার করে অবমুক্ত করেছেন।

মহিপুরের পাইকবাড়ি নামক গ্রামে এক সাপুড়ে বেশ কয়েকটি সাপ নিয়ে খেলা দেখাচ্ছিল। বনবিভাগ ও অ্যানিমেল লাভার্স অব পটুয়াখালী টিমের সদস্যরা সেখান থেকে সাপগুলো উদ্ধার করেন। পরে সাপ ধরবে না মর্মে মুচলেকা রেখে ওই সাপুড়েকে ছেড়ে দেয়া হয়।

এমএইচ

×