মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারের অপসারণ দাবিতে বিক্ষোভ
রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারের অপসারণ দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করা হয়েছে। আওয়ামী পরিবারের ব্যানারে শনিবার দুপুরে নগরীর জিরোপয়েন্টে কর্মসূচি পালন করা হয়। বিক্ষোভ মিছিল থেকে ডাবলু সরকারকে দল থেকে বহিষ্কারের দাবি জানানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, কয়েকশ লোক নগরীর জিরোপয়েন্টের বড় মসজিদের সামনে জড়ো হয়। সেখান থেকে জিরোপয়েন্টে ডাবলু সরকারের বিরুদ্ধে মানববন্ধন করা হয়। মানববন্ধনে বক্তারা বলেন, ডাবলু সরকার রাজশাহীর রাজনীতিতে বিপজ্জনক। তাকে দলে রাখলে দলের ভাবমূর্তি নষ্ট হবে। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর জিরোপয়েন্ট থেকে শুরু হয়। মিছিলটি সোনাদীঘি মোড় গিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন ছাত্রমৈত্রী, কেন্দ্রীয় কমিটি সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট আবু রায়হান মাসুদ।
প্রসঙ্গত, গত ১৭ ফেব্রুয়ারি ডাবলু সরকারের একটি আপত্তিকর ভিডিও মোবাইলের ম্যাসেঞ্জারে ছড়িয়ে পড়ে। এ নিয়ে রাজশাহী মহানগর লীগের নেতাকর্মীদের মধ্যে প্রকাশ্যে কোনো সাড়া না থাকলেও আওয়ামী পরিবারের ব্যানারে মানববন্ধন করে ডাবলু সরকারের অপসারণ দাবি করা হয়।