ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মেহেরপুরে রাস্তার দুই পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ

নিজস্ব সংবাদদাতা, মেহেরপুর 

প্রকাশিত: ১৬:৫৮, ১ মার্চ ২০২৩

মেহেরপুরে রাস্তার দুই পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ

অবৈধ স্থাপনা উচ্ছেদ

মেহেরপুরে রাস্তার দুই পাশে সড়ক ও জনপদ বিভাগের জমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু হয়েছে। 

বুধবার (১ মার্চ) সকাল দশটার সময় মেহেরপুর শহরের পুরাতন বাস স্ট্যান্ড সংলগ্ন স্থান থেকে এ উচ্ছেদ অভিযান শুরু করা হয়। অভিযানের নেতৃত্ব দেন  সড়ক ও জনপদ বিভাগের খুলনা জোনের এস্টেট ও আইন কর্মকর্তা অনিন্দিতা রায়। এ সময় উপস্থিত ছিলেন সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মনজুরুল করিম, উপবিভাগীয় প্রকৌশলী মিজানুর রহমান ও উপ সহকারী প্রকৌশলী শাহীন মিয়া। 

উচ্ছেদ অভিযান চলাকালীন সময়ে রাস্তার দুই পাশে সড়ক ও জনপদ বিভাগের জমিতে বিভিন্ন পাকা আধাপাকা ও কাঁচা স্থাপনা উচ্ছেদ করা হয়। আগামী ৪ মার্চ পর্যন্ত চলবে এই কার্যক্রম। মেহেরপুর কুষ্টিয়া সড়কের রাস্তা বর্ধিতকরণের লক্ষ্যে উচ্ছেদ অভিযান শুরু করেছে সড়ক ও জনপদ বিভাগ। মেহেরপুর কুষ্টিয়া সড়কের ৫৬ কিলোমিটার রাস্তা হয়ে কুষ্টিয়া জেলার ত্রিমোহনি পর্যন্ত অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে বলেও জানান কর্মকর্তারা।
 

 

এমএস

×