
খুন
মেহেরপুরের গাংনী উপজেলার হাড়াভাঙ্গা গ্রামে মানসিক প্রতিবন্ধী ছেলের ধারালো অস্ত্রের কোপে পিতা আফেল উদ্দীন (৫৮) নিহত হয়েছেন।
শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকালে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত আফেল উদ্দীন হাড়াভঙ্গা গ্রামের মৃত ইয়াদ আলী। পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে।
জানা গেছে, সকালে নিজ বাড়িতে বসে ছিলেন বৃদ্ধ আফেল উদ্দীন। এসময় ছেলে সুজন এসে তরকারি কাটার বটি দিয়ে আকস্মিক পেছন থেকে ঘাড়ে কোপ দেয়। এতে ঘটনাস্থলেই আফেল উদ্দীন মৃত্যুর কোলে ঢলে পড়েন।
প্রতিবেশিরা সুজনকে আটকাতে গিয়ে ব্যার্থ হয়। স্থানীয় ও নিহতের পরিবার জানায়, সুজন জন্মগতভাবে মানসিক ভারসাম্যহীন।
গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। পাশাপাশি সুজনকে গ্রেফতারের চেষ্টা করছে পুলিশ।
এমএস