
টিআরএম চালু না করায় জলাবদ্ধ বিল
শ্রী নদী চর পড়ে ভরাট হয়ে যাওয়ায় কেশবপুরের পূর্বাংশের বিল কালিচরণপুর, বিল খুকশিয়া, বিল বুড়ুলিসহ ২০টি বিলের প্রায় ১২শ’ হেক্টর জমিতে এবারও বোরো আবাদ হবে না। অন্যান্য বিলে কিছু কিছু আবাদ হলেও কালিচরণপুর বিলে বিগত ৫/৬ বছরের মতো এবারও এককাঠা জমিতেও বোরো আবাদ করতে পারবে না কৃষকরা। ফলে প্রধানমন্ত্রীর নির্দেশনা এক ইঞ্চি জমি যেন পড়ে না থাকে সেটা যেমন কার্যকর হচ্ছে না তেমনি হাজার হাজার কৃষক জলাবদ্ধতার কারণে ফসল করতে না পেরে সর্বস্বান্ত হয়ে মানবেতর জীবন যাপন করেছেন।
কালিচরণপুর গ্রামের মহিতোষ, কৃষ্ণপদ মল্লিক, গোবিন্দ, তপন, সাধনসহ অনেকেই জানান, টিআরএম বন্ধ হয়ে যাওয়ায় তারা ৬/৭ বছর ধরে কোন ফসল করতে পারেন না। কৃষি কর্মকর্তা জানান, নদীর তলদেশ উঁচু হয়ে যাওয়ার বিলে জলাবদ্ধতা দেখা দিয়েছে। জলাবদ্ধতার কথা প্রতিটি মিটিংয়ে তোলা হয়। তবে কোন ব্যবস্থা হয়নি। গত বছরে উপজেলায় বোরো আবাদ হয়েছিল ১৪ হাজার ৫শ’ ২০ হেক্টর জমিতে। এবার সেটাই লক্ষ্যমাত্রা ধরা হয়েছে বলে কর্মকর্তা জানান।