ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

ঠাকুরগাঁও-৩ আসনে উপনির্বাচন

ভোট কেন্দ্রের মাঠে ক্রিকেট খেলে ভাইরাল পুলিশ কর্মকর্তা

 নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও 

প্রকাশিত: ২০:০৮, ১ ফেব্রুয়ারি ২০২৩

ভোট কেন্দ্রের মাঠে ক্রিকেট খেলে ভাইরাল পুলিশ কর্মকর্তা

ভোট কেন্দ্রে খেলেন পুলিশ কর্মকর্তা

ঠাকুরগাঁও-৩ আসনের উপনির্বাচনে সকাল থেকে ভোট কেন্দ্রগুলোতে ভোটারের উপস্থিতি ছিল খুবই কম ।

উত্তরের শীতের প্রকোপের কারণে দুপুরের আগে পর্যন্ত অনেকটা অলস সময় পার করেছেন ভোট কেন্দ্রের সংশ্লিষ্টরা। এ সময় রাণীশংকৈল উপজেলার মীরডাঙ্গী উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে শিশু-কিশোরদের সঙ্গে ক্রিকেট খেলায় যোগ দেন এক পুলিশ কর্মকর্তা। 

নিমিষেই ভোট কেন্দ্রে এক পুলিশ কর্মকর্তার ক্রিকেট খেলার দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ নিয়ে স্থানীয়দের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়।

শিশু-কিশোরদের সঙ্গে ক্রিকেট খেলার বিষয়ে পুলিশ কর্মকতা জানান, আমি শিশুগুলোকে বকা না দিয়ে বা রাগারাগি না করে তাদের সাথে যোগ দিয়ে আন্তরিকতার মাধ্যমে তাদের খেলা বন্ধ করেছি। এ জন্যে আমাকেও তাদের সাথে দুটো বল খেলতে হয়েছে। বাচ্চা ছেলে গুলি মজা পেয়েছে এবং পরে তারাও আন্তরিকতার সাথে আমার বাধা শুনেছে।

এ বিষয়ে ঠাকুরগাঁও পুলিশ সুপার মো. জাহাঙ্গীর হোসেন বলেন, এতে ভোট কেন্দ্রের বা ভোট গ্রহণে কোন ধরনের ক্ষতি হয়নি বলে আমি মনে করি। 

 

এমএস

×