ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৩ মে ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২

স্বতন্ত্র প্রার্থী স্বামীকে ভোট দিলেন না স্ত্রী

প্রকাশিত: ১৯:২৭, ১ ফেব্রুয়ারি ২০২৩

স্বতন্ত্র প্রার্থী স্বামীকে ভোট দিলেন না স্ত্রী

স্ত্রী মেহেরুন্নেছা মেহেরিন

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী নিখোঁজ আবু আসিফ আহমেদকে ভোট দেননি তার স্ত্রী মেহেরুন্নেছা মেহেরিন।

বুধবার (১ ফেব্রুয়ারি) নির্বাচন শেষ হওয়ার কয়েক মিনিট আগে নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

স্বতন্ত্র প্রার্থীর স্ত্রী মেহেরুন্নেছা মেহেরিন বলেন, ‘কেন্দ্রের পরিবেশ এতটাই খারাপ ছিল যে আমি নিজের ভোটটি দেওয়ারও ইচ্ছে পোষণ করিনি। প্রধান প্রতিদ্বন্দ্বী প্রার্থী নিখোঁজ। কর্মীদেরও হয়রানি করে এলাকা থেকে দূরে রাখা হয়েছে। সাধারণ ভোটারদের ভোট সরকার দলীয় লোকজন বোতাম চেপে দিচ্ছে।’ 

ভোট স্থগিতের দাবি জানিয়ে মেহেরিন বলেন, ‘জোর করে ভোট দেওয়ার সময় সরকার দলীয় লোকের বিরুদ্ধে প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি। এজেন্টদের দায়িত্ব পালন করতে দেওয়া হয়নি। এই অবস্থায় ভোটের ফলাফল কী হবে তা সবারই জানা।’

সংবাদ সম্মেলনে থেকে তিনি তার নিখোঁজ স্বামী আবু আসিফ আহামেদের সন্ধানে প্রধানমন্ত্রীর সহযোগিতা কামনা করেছেন।

এর আগে গত শুক্রবার নিখোঁজ হন আবু আসিফ আহমেদ। এই আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেওয়া আরেকজন হলেন উকিল আব্দুস সাত্তার ভূঁইয়া।

 

এমএইচ

×