ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

তানোরে নড়বড়ে সেতুতে ঝুঁকি নিয়ে পারাপার

স্টাফ রিপোর্টার, রাজশাহী

প্রকাশিত: ২৩:৩৮, ২৪ জানুয়ারি ২০২৩

তানোরে নড়বড়ে সেতুতে ঝুঁকি নিয়ে পারাপার

তানোর পৌর সদরের ঝুঁকিপূর্ণ সেতু দিয়ে পারাপার

তানোর পৌর সদরের গোল্লাপাড়া থেকে হঠাৎপাড়া গ্রামের মধ্যকার সংযোগ সেতুটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকলেও সংস্কারের উদ্যোগ নেই। ফলে ওই সেতু দিয়েই জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হতে হচ্ছে দুই গ্রামের বাসিন্দাদের। সেতুটি সহসা সংস্কার করা না হলে যে কোনো সময় ধসে পড়ে বড় বিপর্যয়ের শঙ্কা রয়েছে বলে মনে করছেন এলাকাবাসী।
স্থানীয়রা জানান, খালের ওপর নির্মিত সেতুটি দীর্ঘদিন সংস্কারের অভাবে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। সেতুটির পাশে তানোর সরকারি বালিকা প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এ সেতু দিয়েই স্কুলের শিক্ষার্থীদের যাতায়াত করতে হচ্ছে। 
সরেজমিনে দেখা গেছে, বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীরাসহ দুই গ্রামের মানুষ সেতু দিয়ে চলাচল করছেন। বিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্লাসের ফাঁকে সেতুর ওপর বসে খেলা করে। বর্তমানে সেতুটি খুবই ঝুঁকিপূর্ণ। সেতুর নিচের পলেস্তারা খুলে রড বেরিয়ে রয়েছে। 
তানোর সরকারি বালিকা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা জানায়, সেতুর ওপর দিয়ে যাওয়ার সময় নড়াচড়া করে। ভয়ে ভয়ে পারাপার হতে হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা (ভারপ্রাপ্ত) শরীফা খাতুন বলেন, আমরা কি যে সমস্যায় আছি, বলে বোঝাতে পারব না। সেতু দিয়ে দুই গ্রামের মানুষ ঝুঁকি নিয়ে চলাচল করে। সেতুটির নিচের অংশের সব পলেস্তারা খুলে রড বের হয়ে গেছে। এমনকি পিলারগুলো ফেটে গেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা পঙ্কজ চন্দ্র দেবনাথ বলেন, ঝুঁকিপূর্ণ সেতুু দিয়ে শিক্ষার্থীরা স্কুলে যাতায়াত করে- বিষয়টি কেউ জানায়নি। সেতুটি পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

×