সড়ক দুর্ঘটনা।
ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
রবিবার (২২ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার মনসুরাবাদ বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর বাসে অগ্নি সংযোগ করেছেন বিক্ষুব্ধ জনতা।
এ সময় ঘটনাস্থলেই মাইনুদ্দিন (৩৫) ও সৌরভ (১৬) নামে দুজন নিহত হন। হাসপাতালে নেওয়ার পথে মাইনুদ্দিনের মেয়ের মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৈমুর আলম।
তিনি বলেন, ভাঙ্গা থেকে গোপালগঞ্জের দিকে মোটরসাইকেলে করে ৩ আরোহী যাচ্ছিলেন। এমন সময় গোপালগঞ্জ থেকে ভাঙার দিকে পরিবহনের একটি বাস আসছিল। ঘটনাস্থলে পৌঁছলে বাস ও মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে মোটরসাকেলের তিন আরোহী নিহত হন।
এমএম