ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৬ ডিসেম্বর ২০২৪, ২২ অগ্রাহায়ণ ১৪৩১

এবার নুরের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ 

প্রকাশিত: ১৯:৪১, ৮ জানুয়ারি ২০২৩

এবার নুরের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ 

নুরুল হক নুর। ফাইল ছবি। 

রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগ এনে গণঅধিকার পরিষদের সদস্য সচিব ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। 

রবিবার (৮ জানুয়ারি) নোয়াখালীর দুপুরে সুধারাম মডেল থানায় উপস্থিত থেকে ডিউটি অফিসারের হাতে অভিযোগপত্রটি তুলে দেন বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ নোয়াখালীর সভাপতি সাফায়েত হোসেন।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সুধারাম মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলাম।

তিনি বলেন, আমরা লিখিত একটি অভিযোগ পেয়েছি। এখনও মামলা হয়নি। ঊর্ধ্বতন কর্মকর্তারা এটি যাচাই করে মামলা হিসেবে নিতে বললে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চের নোয়াখালী জেলা সভাপতি সাফায়েত হোসেন গণমাধ্যমকে বলেন, নুরুল হক নুর রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত থাকার বিষয়টি দেশের মানুষের কাছে স্পষ্ট হয়েছে। আমরা চাই এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে তাকে আইনের আওতায় আনুক।
 

 

এমএম

সম্পর্কিত বিষয়:

×