
ব্যবসায়ী জামাল হাওলাদারের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন করে এলাকাবাসী
ব্যবসায়ী জামাল হাওলাদারের ওপর কিশোর গ্যাংয়ের হামলার প্রতিবাদে ও হামলাকারীদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন করেছেন ব্যবসায়ী ও এলাকাবাসী। বৃহস্পতিবার খুলনা-মাদারীপুর-চট্টগ্রাম মহাসড়কের মাদারীপুর শহরের চৌরাস্তা এলাকায় বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কর্মসূচি পালন করেন এলাকার পাঁচ শতাধিক ব্যবসায়ী ও এলাকাবাসী। পরে দোষী ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা করে।