ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল বাকপ্রতিবন্ধীর

প্রকাশিত: ১৬:৩১, ১ জানুয়ারি ২০২৩

ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল বাকপ্রতিবন্ধীর

ট্রেনে কাটা পড়ে দুই বাকপ্রতিবন্ধী যুবক নিহত।

বছরের প্রথম দিনে ফরিদপুরে ট্রেনের নিচে কাটা পড়ে দুই বাকপ্রতিবন্ধী যুবক নিহত হয়েছেন। রবিবার (১ জানুয়ারি) দুপুর বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের বাইখীর রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল ওহাব।

তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এটা রেল পুলিশের দায়িত্ব। তাদের খবর দেয়া হয়েছে। তারা এসে এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন।

এ বিষয়ে রাজবাড়ী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে তারা দুজনই বাকপ্রতিবন্ধী হওয়ার কারণে ট্রেনের হর্ণের আওয়াজ শুনতে পাননি। ফলে ট্রেনের নিচে কাটা পড়ে তাদের মৃত্যু হয়। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নিহতরা হলে, গুনবহা ইউনিয়নের গুনবহা গ্রামের বাসিন্দা জাকারিয়া (৩৫) ও বোয়ালমারী পৌর সদরের দক্ষিণ কামার গ্রামের বাসিন্দা মির্জু (৩৬)।
 

এমএম

সম্পর্কিত বিষয়:

×