ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৫ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২

ইজতেমা মাঠে বিএনপির সমাবেশের প্রস্তাবনা বাতিলের দাবি মুরুব্বিদের

নিজস্ব সংবাদদাতা, টঙ্গী

প্রকাশিত: ২২:৪৪, ৬ ডিসেম্বর ২০২২

ইজতেমা মাঠে বিএনপির সমাবেশের প্রস্তাবনা বাতিলের দাবি মুরুব্বিদের

ইজতেমা মাঠ

টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে বিএনপিকে ঢাকা বিভাগীয় সমাবেশ করার যে প্রস্তাবনা ডিএমপি পুলিশের পক্ষ থেকে দেওয়া হয়েছে তা বাতিলের দাবি জানিয়েছেন ইজতেমার শীর্ষ মুরুব্বিরা। 

তারা বলছেন, আগামী জানুয়ারী মাসে অনুষ্ঠিতব্য বিশ্ব ইজতেমা অনুষ্ঠানের ইতোমধ্যে মাঠের প্রস্তুতি কাজ শুরু হয়েছে। আগামী ১৩ থেকে ১৫ জানুয়ারি এবং চার দিন বিরতি দিয়ে ২০ থেকে ২২ জানুয়ারি দুপর্বে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে। টঙ্গীর এজতেমা মাঠে কোনোক্রমেই কোনো সভা সমাবেশ অনুষ্ঠানের সুযোগ নেই। 

এদিকে তাবলীগ অনুসারী মুসল্লীরা বলছেন, বিশ্ব ইজতেমা ময়দানে কোনো সভা সমাবেশ অনুষ্ঠান করা মানবো না। বিশ্ব ইজতেমার মাঠে এই ধরনের রাজনৈতিক সমাবেশ করার ঘোর বিরোধিতা করছেন তারা। 

উল্লেখ্য, আগামী ১০ ডিসেম্বর বিএনপি চাইলে টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে অথবা ৩০০ ফিটের পূর্বাচলে বাণিজ্য মেলার মাঠে সমাবেশ করলে ডিএমপির পক্ষ থেকে কোন আপত্তি থাকবে না। এ কথা আজ মঙ্গলবার ডিএমপির মিডিয়া বিভাগের উপ-পুলিশ কমিশনার ফারুক হোসেন বলার পর তাবলীগ জামাতের শীর্ষ মুরুব্বি এবং তাবলীগ অনুসারীরা এ প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

এমএইচ

×