ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ভোগান্তিতে সাধারন যাত্রীরা 

নৌ ধর্মঘটে পটুয়াখালীর সকল রুটে লঞ্চ চলাচল বন্ধ 

নিজস্ব সংবাদদাতা, পটুয়াখালী

প্রকাশিত: ১১:১২, ২৮ নভেম্বর ২০২২

নৌ ধর্মঘটে পটুয়াখালীর সকল রুটে লঞ্চ চলাচল বন্ধ 

ধর্মঘটে অচল পটুয়াখালী নদীবন্দর

যাত্রীবাহী ও মালবাহীসহ সব ধরনের নৌযান শ্রমিকদের নূন্যতম মজুরি ২০ হাজার টাকা নির্ধারণসহ ১০ দফা দাবিতে সারা দেশের মত পটুয়াখালীতে লাগাতার কর্মবিরতি পালন করছেন নৌযান শ্রমিকরা। রোববার ভোর থেকে পটুয়াখালী ১৭টি নৌ রুটে সবকটি নৌবন্দরে নৌযান শ্রমিক ফেডারেশনের ডাকে এ কর্মসূচি চলছে। পটুয়াখালী নদী বন্দরের ঢাকাগামী দুইটি দোতালা যাত্রীবাহি লঞ্চ প্রীন্স আওলাদ এবং সুন্দরবন -১৪ ঘাটে রয়েছে। 

শনিবার রাত ১২টা থেকে এ কর্মবিরতি শুরু করে নৌযান শ্রমিকরা। কিন্তু পটুয়াখালী থেকে সন্ধ্যায় লঞ্চ ছাড়ায় সময় নির্ধারিত থাকায় পটুয়াখালী এর প্রভাব পরে সন্ধ্যার পর। ফলে পটুয়াখালী নদীবন্দরসহ বিভিন্ন নদীবন্দর ও লঞ্চঘাট থেকে অভ্যন্তরীণ ও দূরপাল্লার যাত্রীবাহী লঞ্চ ছেড়ে যায়নি। এতে বিপাকে পড়া মানুষের অধিকাংশ বিকল্প পথ সড়ক পথে চলে যান। 

পূর্ব ঘোষণা ছাড়া হঠাৎ এমন কর্মসূচি দেয়ায় নৌযাত্রীরা ক্ষুব্ধ। নিরুপায় হয়ে অনেকে ঘাটে বসেই অপেক্ষা করে যে যার মত করে বিকল্প পথে গন্তব্যে রওয়ানা হন। 

 

টিএস

সম্পর্কিত বিষয়:

×