
চরাঞ্চলের চরগিরিশ ইউনিয়নের তিনিট বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাইকেল উপহার
জেলার কাজিপুরের চরগিরিশ ইউনিয়নের তিনটি বিদ্যালয়ের ৪১ হতদরিদ্র ও মেধাবী ছাত্রীদের মধ্যে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। চলতি অর্থবছরের লোকাল গভর্ন্যান্স সাপোর্ট প্রজেক্ট-৩ (এলজিএসপি-৩) এর আওতায় মঙ্গলবার বিকেলে চরগিরিশ ইউনিয়ন পরিষদ চত্বরে এ বাইসাইকেল বিতরণ করা হয়।
এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, নির্বাহী কর্মকর্তা সুখময় সরকার, চরগিরিশ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম জিয়াউল হক, প্রকল্পের সভাপতি ও ইউপি সদস্য আমিনা খাতুন, ইউপি সচিব আবু সাইদ, চরগিরিশ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মালেক বিএসসি ও ইউপি সদস্য আনোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।