ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

কুয়াকাটায় চলছে উচ্ছেদ অভিযান

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, পটুয়াখালী

প্রকাশিত: ১২:২৯, ১৩ নভেম্বর ২০২২

কুয়াকাটায় চলছে উচ্ছেদ অভিযান

বেড়িবাঁধের বাইরের স্থাপনা উচ্ছেদ

কুয়াকাটায় তৃতীয় দিনের মতো বেড়িবাঁধের বাইরের স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। 

রবিবার সকালে পটুয়াখালী জেলা প্রশাসনের উদ্যোগে চলছে এই উচ্ছেদ অভিযান। অন্তত চার শ স্থাপনা উচ্ছেদ করার পরিকল্পনা চুড়ান্ত করেছে জেলা প্রশাসন। কুয়াকাটা সৈকতের জিরো পয়েন্টের দুই দিকে গড়ে ওঠা এসব স্থাপনার মালিকরা শনিবার উচ্ছেদের আগে পুনর্বাসনের দাবিতে সড়ক অবরোধ করে অবস্থান করে।

সৈকতের বেলাভূমে এক ধরনের ঝুপড়িসহ বিভিন্ন ধরনের স্থাপনা তুলে জেলেসহ ক্ষুদ্র ব্যবসায়ীরা ৫০-৬০ বছর ধরে বসবাস করে আসছেন। এসব দরিদ্র পরিবারের দাবি তাদের আগে থেকে কোন ধরনের নোটিশ দেয়া হয় নি। কুয়াকাটা পর্যটন কেন্দ্র ঘিরে সরকারের রয়েছে উন্নয়ন মহা পরিকল্পনা। যা বাস্তবায়নের লক্ষ্যে বেড়িবাঁধ আধুনিকায়নসহ উচ্চতা বৃদ্ধিকরনের কাজ চলমান রয়েছে। ফলে সৈকতের এসব স্থাপনা অপসারণ করা জরুরি প্রয়োজন বলে মনে করছেন সচেতন মহল। 
 

টিএস

সম্পর্কিত বিষয়:

×