ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

দুর্গাপূজা উপলক্ষে লেখকের বাড়িতে বইমেলা

সংবাদদাতা, কোটালীপাড়া, গোপালগঞ্জ

প্রকাশিত: ২১:৪১, ৪ অক্টোবর ২০২২

দুর্গাপূজা উপলক্ষে লেখকের বাড়িতে বইমেলা

কোটালীপাড়ায় অরুণ কুমার বিশ্বাসের লেখা ‘গুপ্তি’ বইয়ের মোড়ক উন্মোচন

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কথাসাহিত্যিক অরুণ কুমার বিশ্বাস তার নিজ বাড়িতে নিজের লেখা ১৩০ বই নিয়ে মেলার আয়োজন করেছেন। তার এ বইমেলার আয়োজন দুর্গাপূজার আনন্দকে আরও বাড়িয়ে দিয়েছে বলে জানিয়েছেন এলাকাবাসী।
গত সোমবার সন্ধ্যায় কোটালীপাড়া উপজেলার রামশীল ইউনিয়নের জহরেরকান্দি গ্রামে এ বইমেলার উদ্বোধন করা হয়। আজ বুধবার তিন দিনব্যাপী এ মেলা শেষ হবে।
লেখক অরুণ কুমার বিশ্বাসের পিতা অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক বঙ্কিম চন্দ্র্র বিশ্বাস ফিতা কেটে এ মেলার উদ্বোধন করেন। এ সময় নাট্যকার আকাশ রঞ্জন, জ্ঞানের আলো পাঠাগারের সভাপতি সুশান্ত ম-ল, সমাজসেবক পরিমল রায়সহ এলাকার গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন। মেলার উদ্বোধন অনুষ্ঠান শেষে জনপ্রিয় এ লেখকের অলকের রয় গোয়েন্দা সিরিজের ‘গুপ্তি’ বইটির মোড়ক উন্মোচন করা হয়।

×