ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

ঋণের চাপে কৃষকের আত্মহত্যা 

সংবাদদাতা, কোটালীপাড়া, গোপালগঞ্জ

প্রকাশিত: ২১:২২, ২৯ সেপ্টেম্বর ২০২২

ঋণের চাপে কৃষকের আত্মহত্যা 

প্রতীকী ছবি।

গোপালগঞ্জের কোটালীপাড়ায় ঋণের চাপে অতিষ্ঠ হয়ে গুরুদাস দত্ত (৫১) নামের এক কৃষক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) রাতে উপজেলার পিড়ার বাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। 

পুলিশ সূত্রে জানা যায়, গুরুদাস দত্ত বিভিন্ন মানুষ ও প্রতিষ্ঠান থেকে ঋণ সংগ্রহ করেছিলো। ঋণের সুদ ঠিক মতো পরিশোধ না করতে পারায় পাওনাদাররা অনেক চাপ প্রয়োগ করতো। এই নিয়ে পরিবারের মাঝেও চরম অশান্তি সৃষ্টি হয়। 

এরই জের ধরে গতকাল বিকেলে ঋণের টাকা নিয়ে তার স্ত্রী কাকলি দত্তসহ পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে ঝগড়া বিবাদ হয়েছে। গুরদাস রাগ করে বাড়ি থেকে চলে যান, তিনি ওই রাতে আর ঘরে ফিরে আসেনি। 

পরের দিন বৃহস্পতিবার সকালে প্রতিবেশি নিখিল দত্তের পুকুর পাড়ে গুরুদাস দত্তের লাশ গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলতে দেখা যায়। মৃত গুরুদাস দত্ত পিড়ার গ্রামের মৃত বিজেন্দ্রনাথ দত্তের ছেলে। 

খবর পেয়ে ভাঙ্গার হাট নৌ-তদন্ত কেন্দ্রের এস আই শহিদুল ইসলাম ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে এবং ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। 

এসআর

সম্পর্কিত বিষয়:

×