ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শৈলকুপায় নির্বাচনকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে ১০ জন আহত

নিজস্ব সংবাদদাতা, ঝিনাইদহ

প্রকাশিত: ১৫:৩৮, ১৩ আগস্ট ২০২২

শৈলকুপায় নির্বাচনকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে ১০ জন আহত

ম্যাপে ঝিনাইদহ

ঝিনাইদহের শৈলকুপায় স্কুলের ম্যানেজিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে। আজ শনিবার সকালে শৈলকুপার কবিরপুর মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। আহতরা হলো-ওই এলাকার বিপ্লব হোসেন, হাফিজুর রহমান, আলামিন হোসেন, সাইফুল ইসলাম, অনিক হোসেন, ইদ্রিস আলী, ফরিদ হোসেনসহ ১০ জন।

স্থানীয়রা জানায়, শনিবার সকাল ১০ টা থেকে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়। বেলা ১১ টার দিকে সাবেক কাউন্সিলর শফিউদ্দিন ও বর্তমান কাউন্সিলর সাইফুল ইসলামের সমর্থকদের ভোট ক্যানভাস করা নিয়ে বাক-বিতন্ডা হয়। এক পর্যায়ে উভয় পক্ষের সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে পৌর কাউন্সিলর সাইফুল ইসলামসহ অন্তত ১০ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। আহতদের উদ্ধার করে  শৈলকুপা উপজেলা স্বাস্থ্য ভর্তি করা হয়েছে। শৈলকুপা থানার ওসি আমিনুল ইসলাম বলেন, একটি ঘটনা ঘটেছে। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। 

টিএস

×