ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

শ্বশুরকে হত্যার পর সেফটি ট্যাংকে লুকিয়ে রাখলো জামাই 

নিজস্ব প্রতিনিধি, খাগড়াছড়ি 

প্রকাশিত: ২০:৫৬, ১২ আগস্ট ২০২২

শ্বশুরকে হত্যার পর সেফটি ট্যাংকে লুকিয়ে রাখলো জামাই 

হত্যা

খাগড়াছড়ির তবলছড়িতে নিজ বাড়ির সেফটি ট্যাংকি থেকে হাসান আলী (৬০) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১২ আগস্ট) বিকেল ৪টার দিকে তবলছড়ির মোহাম্মদপুর এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় সন্দেহজনকভাবে নিহতের মেয়ের জামাইকে আটক করেছে পুলিশ। আটক জামাই মো. কামরুল (৩৫)। তিনি পানছড়ি উপজেলার ফাতেমা নগর এলাকার বাসিন্দা।

পারিবারিক বিরোধের জেরে শ্বশুর হাসান আলীকে মেয়ের জামাই হত্যা করতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন পুলিশ ও এলাকাবাসী।

এলাকাবাসী জানান, ঘটনার আগে শ্বশুর ও জামাইয়ের সঙ্গে মামলা সংক্রান্ত বিরোধ চলছিলো অনেকদিন ধরে। গতকাল রাতে থেকে নিখোঁজ হোন হাসান আলী। অনেক খোঁজের পর পুলিশকে জানালে বাড়ির পাশের টয়লেটের সেফটি ট্যাংক থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় লাশ উদ্ধার করে পুলিশ।

লাশের ময়না তদন্তের জন্য জেলা সদর হাসাপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানিয়েছে মাটিরাঙ্গা থানা
পুলিশ।

×