ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

সাইড সোল্ডার না থাকায়

কাটাখালীতে রাস্তার ট্রাক খালে চালক হেলপার আহত

স্টাফ রিপোর্টার, বাগেরহাট

প্রকাশিত: ২১:৫৩, ৩ জুলাই ২০২২

কাটাখালীতে রাস্তার ট্রাক খালে চালক হেলপার আহত

দুর্ঘটনাকবলিত বাস

বাগেরহাট-খুলনা মহাসড়কের টাউন নওয়াপাড়া ভায়া কাটাখালী বাসস্ট্যান্ড পর্যন্ত প্রায় আধা কিলোমিটার ব্যস্ততম সড়কের দুপার্শ্বে কোন সাইড সোল্ডার না থাকায় সড়কের ট্রাক এখন রাস্তা ছেড়ে পানিতে পড়ে হাবুডুবু খাচ্ছে

রবিবার বিকালে (০৩ জুলাই) কাটাখালী বাসস্ট্যান্ডের অদুরে শহীদ স্মৃতি ডিগ্রী মহাবিদ্যালয়ের দ্বিতীয় গেটের সামনে এই দুর্ঘটনা ঘটে সময় ট্রাকের চালক তার সহকারী আহত হয়েছেন পদ্মা সেতু উদ্ভোধনের পর খুলনা-ঢাকা মাওয়া মহাসড়কে যানবাহনের প্রচান্ড চাপ বেড়েছে

জানা গেছে, গোপালগঞ্জ হতে খুলনাগামী একটি খালি ট্রাক (ঢাকা মেট্রো- ১৪-১২৯৬) খুলনা অভিমুখে আসার সময় শহীদ স্মৃতি ডিগ্রী মহাবিদ্যালয়ের দ্বীতিয় গেটের সামনে আসলে অপর একটি ট্রাককে সাইড দিতে গেলে সাইড সোল্ডার না থাকায় ট্রাকের চালক নিয়ন্ত্রন হারিয়ে রাস্তা ছেড়ে দক্ষিন পার্শ্বের (ক্যানেল) খালে উল্টে পড়ে যায়

তখন ট্রাকের চালক হেলপার আহত হয় কাটাখালী হাইওয়ে থানা পুলিশ ট্রাকটি উদ্ধারের জোর চেষ্টা চালাচ্ছেন

উল্লেখ্য স্বপ্নের পদ্মা সেতু উদ্ভোধনের পর খুলনা ঢাকা মাওয়া মহাসড়কের টাউন নওয়াপাড়া মোড় হতে কাটাখালী বাসস্ট্যান্ড পর্যন্ত ব্যস্ততম সড়কে যানবাহনের প্রচান্ড চাপ বেড়েছে কিন্তু এই আধা কিলোমিটার সড়কের দুই পার্শ্বে কোন সাইড সোল্ডার না থাকায় জীবনের ঝুকি নিয়ে পথচারী যানবাহন চালকদের চলাচল করতে হচ্ছে অতিদ্রুত এই আধা কিলোমিটার সড়কের দুইপার্শ্বে সাইড সোল্ডার নির্মান জরুরী হয়ে পড়েছে

×