ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

কুড়িগ্রামে সর্বনিম্ন তাপমাত্রা ৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস

প্রকাশিত: ১৯:০০, ২৮ জানুয়ারি ২০২২

কুড়িগ্রামে সর্বনিম্ন তাপমাত্রা ৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস

স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ কুড়িগ্রামে শুক্রবার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। আজ থেকে শুরু হওয়া মাঝারি ধরণের শৈত্য প্রবাহটি আগামী ২-৩ দিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে স্থানীয়আবহাওয়াঅফিস। কুড়িগ্রামে কনকনে ঠান্ডা আর হিমেল হাওয়ায় মানুষের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। ঠান্ডার কারণে মানুষের দুর্ভোগ বেড়েছে মানুষের সন্ধ্যের পর থেকে রাতভর কুয়াশা ও ঠান্ডা চলে।আবার ভোর থেকে ঘন কুয়াশায় শ্রমজীবি মানুষের কষ্ট আরো বেড়ে গেছে। জেলায় রয়েছে ১৬টি নদ নদী। এর অববাহিকায় আছে ৪০৫ টি চর-দ্বীপ চর। এখানে ৬/৭ লক্ষ মানুষ প্রচন্ড ঠান্ডায় চরম কষ্টে দিন কাটাচ্ছে। এদিকে একটানা ঘন কূয়াশার কারণে আলু ও বোরো বীজ তলার ক্ষতি আশঙ্কা দেখা দিয়েছে। ছত্রাকের আক্রমন থেকে আলু ক্ষেত রক্ষা করতে ঘন ঘন ছত্রাক নাশক স্প্রে করে হচ্ছে। তীব্র ঠান্ডা উপেক্ষা করে কৃষকরা করছেন বোরো রোপনের কাজ।
×