ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

নীলফামারীতে সপ্তাহব্যাপী বৃক্ষমেলা শুরু

প্রকাশিত: ০৭:০৩, ২৩ জুলাই ২০১৯

নীলফামারীতে সপ্তাহব্যাপী বৃক্ষমেলা শুরু

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ নীলফামারীতে শুরু হয়েছে সাত দিনব্যাপী বনজ, ফলদ ও ভেষজ বৃক্ষমেলা। আজ মঙ্গলবার সকাল ১১টায় জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনার মাঠে এই মেলা উদ্বোধন করেন সাবেক সংস্কৃতিমন্ত্রী ও সদর আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর। জেলা প্রশাসনের সহযোগিতায় সামাজিক বনবিভাগ ও জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের আয়োজনে এ মেলায় ৪২ টি স্টল স্থান পেয়েছে। উদ্ধোধনী অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অসংখ্য শিক্ষার্থীদের বনজ,ভেষজ ও ফলদ গাছের তিনটি করে চারা বিনামূল্যে বিতরন ও বনবিভাগের ১০৪ জন উপকারভোগীদের মাঝে লভ্যাংশের প্রায় ৩ লাখ ২০ হাজার টাকা প্রদান করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন বিভাগীয় বন কর্মকর্তা রফিকুজ্জামান শাহ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন, নীলফামারীর ৫৬ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ শাহ আলম সিদ্দিকী, পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ, নীলফামারী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আবুল কামাল আযাদ সদর উপজেলা চেয়ারম্যান শাহিদ মাহমুদ প্রমুখ।
×