ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৩ জুলাই ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২

ঝালকাঠিতে ৭ বছর পরে অপহরণ মামলার আসামির আত্মসমর্পণ

প্রকাশিত: ০১:৫২, ২৮ অক্টোবর ২০১৮

ঝালকাঠিতে ৭ বছর পরে অপহরণ মামলার আসামির আত্মসমর্পণ

নিজস্ব সংবাদদাতা, ঝালকাঠি ॥ ঝালকাঠির নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইবুনাল ২য় আদালতে অপহরণ মামলার আসামী আনোয়ারুল হক ৭ বছর পরে আজ রবিবার আদালতে আত্মসমার্পণ করেছে। তাকে আদালত জেল হাজতে প্রেরণ করেছে। আনোয়ারুল হক বরিশালের উজিরপুর উপজেলার পূর্ব জগিরাকান্দা গ্রামের কাঞ্চন আলী হাওলাদারের পুত্র। ২০১১ সালের ১০ ফেব্রুয়ারি সকাল ১০ টায় ঝালকাঠি শহরের উত্তর কিস্তাকাঠী নুতন কলাবাগান এলাকার বাসিন্দা বিবাহিত ইসরাত জাহান পিংকি নামের নাবালিকা কন্যাকে অপহরণ করে নেয়। এ ব্যাপারে তার মা মোসা: রেকসনা বেগম বাদী হয়ে ঝালকাঠি থানায় মামলা দায়ের করে। মামলাটি বর্তমানে নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইবুনাল ২য় আদালতে বিচারাধীন রয়েছে।
×