ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ৩০ মার্চ ২০২৩, ১৬ চৈত্র ১৪২৯

যশোরে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

প্রকাশিত: ২১:২৬, ২৩ মে ২০১৭

যশোরে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ যশোর সদর উপজেলার রামনগরে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ করা হচ্ছে। শিশুটিকে সোমবার রাতে জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসক জানিয়েছেন, শিশুটির ডাক্তারি পরীক্ষা করা হয়েছে। শিশুটির বাবা জানান, পেশায় ইজিবাইক চালক হওয়ায় তিনি বেশিরভাগ সময় বাসার বাইরে থাকেন। তার শিশু মেয়েকে নিয়ে স্ত্রী বাসায় থাকেন। সোমবার দুপুরে প্রতিবেশী মৃত আলী হোসেনের ছেলে জিহাদ শিশুটিকে খাবার দেওয়ার কথা বলে তার ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করে। মেয়েকে না পেয়ে খোঁজাখুজি শুরু করেন তার মা। পরে জিহাদের ঘর থেকে বিবস্ত্র ও রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করা হয়। তিনি বলেন, ‘খবর পেয়ে আমি বাড়িতে যাই এবং রাতের দিকে মেয়েটিকে হাসপাতালে ভর্তি করি।’ মেয়েটির মা বলেন, ‘মেয়ের গোপনাঙ্গে রক্ত দেখতে পেয়ে আমি ধর্ষণের বিষয়টি নিশ্চিত হয়েছি। তাছাড়া জিহাদ যা করেছে, মেয়ে আমাকে সবকিছু খুলে বলেছে।’ এদিকে গাইনি বিভাগের বিশেষজ্ঞ ডাক্তার তহামিনা ইয়াসমিন জানান, মেয়েটিকে হাসপাতালে ভর্তির পর কিছু নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট আসার পর বিস্তারিত বলা সম্ভব হবে। কোতয়ালী থানার ওসি একেএম আজমল হুদা জানান, শিশু ধর্ষণের ঘটনায় থানায় মামলা হয়েছে। জড়িতকে ধরতে নির্দেশ দেওয়া হয়েছে।

শীর্ষ সংবাদ:

দেশে এখন কেউ না খেয়ে দিন কাটায় না: ওবায়দুল কাদের
সাংবাদিকতা নয়, মিথ্যা তথ্যের বিরুদ্ধে মামলা হয়েছে: আইনমন্ত্রী
বাসন্তীর ঘটনার পুনরাবৃত্তির ষড়যন্ত্র হয়েছে: তথ্যমন্ত্রী
বৈকালিক চেম্বারের কার্যক্রম উদ্বোধন, হাসপাতালের তালিকা প্রকাশ
জামিন নাকোচ, সাংবাদিক শামসুজ্জামানকে কারাগারে পাঠানোর নির্দেশ
ধামরাইয়ে অফিসে আটকে রেখে এনজিও কর্মীকে ধর্ষণের অভিযোগ
ভিকারুননিসার ২ শিক্ষিকার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
জাহাঙ্গীরের মেয়র পদে ফেরার রায় পেছাল আদালত
বিয়ের প্রলোভনে ধর্ষণের মামলায় পুলিশ সদস্য কারাগারে
স্কটল্যান্ড পেল প্রথম মুসলিম প্রধানমন্ত্রী
সিরিয়ায় ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা
ফিলিপাইনে যাত্রীবাহী ফেরিতে আগুন লেগে নিহত ১০