
নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল ॥ তুচ্ছ ঘটনাকে কেন্দ্র টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় ছেলের হাতে বাবা খুনের অভিযোগ উঠেছে। আজ শনিবার সকালে উপজেলার চরডাংগা গ্রামে এ ঘটনাটি ঘটেছে। নিহত লাল মিয়া (৬০) চরডাংগা গ্রামের মৃত আছর উদ্দিনের ছেলে।
নিহতের ভাতিজা ইসমাইল হোসেন জানান, পালের একটি গরু বিক্রি করাকে কেন্দ্র করে শনিবার সকালে লাল মিয়া ও তার বড় ছেলে আজাহারের (৩২) সাথে বাক-বিতন্ডা শুরু হয়। এরই এক পর্যায়ে আজাহার দা দিয়ে তার বাবা লাল মিয়াকে ঘাড়ে কুপ দিয়ে পালিয়ে যায়। পরে এলাকাবাসী লাল মিয়াকে উদ্ধার করে নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।
এ ব্যাপারে নাগরপুর থানার অফিসার ইনচার্জ জহিরুল ইসলাম জানান, এই হত্যাকান্ডের সংবাদ পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। ছেলে আজাহারকে গ্রেফতারের চেষ্টা চলছে। এখন পর্যন্ত থানায় কোন মামলা হয়নি।