https://agrotekconference.uinsgd.ac.id/dana/https://agrotekconference.uinsgd.ac.id/luar/https://agrotekconference.uinsgd.ac.id/pulsa/https://dema.iainptk.ac.id/wp-content/apj/https://dema.iainptk.ac.id/wp-content/apr/https://m2reg.ulm.ac.id/pulsa/https://m2reg.ulm.ac.id/luar/https://m2reg.ulm.ac.id/toto/https://m2reg.ulm.ac.id/gacor/https://es.uinsgd.ac.id/vendor/https://febi.uinsgd.ac.id/official/gacor/https://bki.uinsgd.ac.id/resmi/https://bki.uinsgd.ac.id/situstoto/https://agrotekconference.uinsgd.ac.id/gacor/https://bki.uinsgd.ac.id/luar/https://sso.umk.ac.id/public/mail/https://inspektorat.banjarkab.go.id/macau/https://inspektorat.banjarkab.go.id/category/pulsa/https://inspektorat.banjarkab.go.id/macau/https://sentuhandukcapil.tebingtinggikota.go.id/qris/https://sentuhandukcapil.tebingtinggikota.go.id/pulsa/https://sentuhandukcapil.tebingtinggikota.go.id/gacor/https://sentuhandukcapil.tebingtinggikota.go.id/dana/https://organik.tebingtinggikota.go.id/produk/ks/https://dpmptsp.pulangpisaukab.go.id/berita/gm/https://organik.tebingtinggikota.go.id/produk/luar/https://organik.tebingtinggikota.go.id/pulsa/https://sentuhandukcapil.tebingtinggikota.go.id/luar/https://dema.iainptk.ac.id/wp-content/toto-slot/https://dema.iainptk.ac.id/wp-content/config/https://dema.iainptk.ac.id/wp-content/jpg/https://dema.iainptk.ac.id/wp-content/tmb/https://dema.iainptk.ac.id/wp-content/kmb/https://dema.iainptk.ac.id/wp-content/amp/https://dema.iainptk.ac.id/wp-content/restore/https://dema.iainptk.ac.id/wp-content/vendor/https://dema.iainptk.ac.id/wp-content/file/https://dema.iainptk.ac.id/wp-content/vps-root/https://dema.iainptk.ac.id/wp-content/files/https://dema.iainptk.ac.id/wp-content/json/https://dema.iainptk.ac.id/scholar/https://dema.iainptk.ac.id/wp-content/data/https://dema.iainptk.ac.id/assets/https://dema.iainptk.ac.id/root/https://dema.iainptk.ac.id/wp-content/assets/https://dema.iainptk.ac.id/wp-content/nc_plugin/https://152.42.212.40/https://websitenuri77.blog.fc2.com/
দৈনিক জনকণ্ঠ || Daily Janakantha

ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১

Google ads
Google ads
waltonbd
waltonbd
Sopno
Sopno
SomajVabna
নদী ও ঘাট রক্ষার দাবি মাঝিদের

নদী ও ঘাট রক্ষার দাবি মাঝিদের

সাম্পান খেলা ও চাটগাঁইয়া সংস্কৃতি মেলার ১৮তম আসরের দ্বিতীয় দিন বৃহস্পতিবার সম্পন্ন হয়েছে সাম্পান শোভাযাত্রা। কর্ণফুলী ও সাম্পান মাঝিদের রক্ষার এই সামাজিক আন্দোলনের শোভাযাত্রায় প্রধান অতিথি ছিলেন সিএমপি কমিশনার কৃষ্ণপদ রায়। সকাল ১১টায় অনুষ্ঠিত এই শোভাযাত্রায় অংশ নেয় তিন শতাধিক সাম্পান, যা নগরীর অভয়মিত্র ঘাট থেকে শুরু করে বাকলিয়া এলাকা ঘুরে ফের অভয়মিত্র ঘাটে গিয়ে শেষ হয়। এ সময় সাম্পান মাঝিরা নানা ধরনের স্লোগান ও প্ল্যাকার্ড নিয়ে কর্ণফুলী ও সাম্পানঘাট রক্ষার দাবি তোলে। প্রধান অতিথির বক্তব্যে সিএমপি কমিশনার বলেন, কর্ণফুলী ও চট্টগ্রাম মহানগরীর পরিবেশ রক্ষায় এই সামাজিক আন্দোলন ব্যর্থ হলে পুরো জাতি ব্যর্থ হবে। সেই সঙ্গে আগামী প্রজন্মের জন্য ধ্বংস ডেকে আনবে। তাদের জন্য একটি বাসযোগ্য পৃথিবী রেখে যেতে কর্ণফুলী নদীকে রক্ষা করতে হবে।  কর্ণফুলী নদী সাম্পান মাঝি কল্যাণ সমিতি ফেডারেশনের সভাপতি এসএম ফেয়ার আলীর সভাপতিত্বে আবৃত্তি শিল্পী দিলরুবা খানমের সঞ্চালনায় শোভাযাত্রায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফিরিঙ্গীবাজার ওয়ার্ড কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, চট্টগ্রাম ইতিহাস সংস্কৃতি গবেষণা কেন্দ্রের চেয়ারম্যান আলিউর রহমান। বক্তব্য রাখেন ডায়মন্ড সিমেন্টের জেনারেল ম্যানেজার (সেলস) আবদুর রহিম, সাম্পান খেলার আয়োজক সমাজ সেবক সৈয়দ আহমেদ, সেলিমুল হক, কামাল আহমেদ, শায়ের আমান, ক্যাব চট্টগ্রামের কর্মকর্তা জানে আলম, কর্ণফুলী নদী সাম্পান মাঝি কল্যাণ সমিতি ফেডারেশনের সহসভাপতি জাফর আহমেদ, যুগ্ম সম্পাদক লোকমান দয়াল, আবুল হোসেন আবুল, বশির আহমেদ প্রমুখ।

IFIC
IFIC
অলিম্পিক স্বপ্নে বিভোর সারা

অলিম্পিক স্বপ্নে বিভোর সারা

আগামী জুলাইয়ে শুরু হবে প্যারিস অলিম্পিক। ক্রীড়ার এই মহাযজ্ঞে পারফর্ম করার স্বপ্ন দেখেন পৃথিবীর প্রতিটি ক্রীড়াবিদ। তেমনি ২০২৪ অলিম্পিকে প্রতিনিধিত্ব করার স্বপ্নে বিভোর ইতালির তরুণ প্রতিভাবান সাঁতারু সারা কুর্তিস। গত মার্চেই ইতালির হয়ে অলিম্পিকে খেলার যোগ্যতা অর্জন করেন তিনি। তাও আবার রেকর্ড গড়ে। জুনিয়র ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ৫০ মিটার ফ্রি-স্টাইলে মাত্র ২৪.৫৬ সেকেন্ডে ফিনিশিং লাইন স্পর্শ করে অলিম্পিকের জন্য কোয়ালিফাই করেন বয়সে মাত্র ১৭ বছরের এই বিস্ময় বালিকা।  গত বছরের আগস্টে ১৭ বছরে পা রাখেন সারা কুর্তিস। তার আগেই নিজেকে নিয়ে যান অনন্য উচ্চতায়। ইউরোপিয়ান জুনিয়র চ্যাম্পিয়নশিপ এবং বিশ্ব জুনিয়র চ্যাম্পিয়নশিপে রীতিমতো ঝড় তুলেন তিনি। ইউরোপিয়ান জুনিয়র চ্যাম্পিয়নশিপে চারটি স্বর্ণপদক জয়ের অবিস্মরণীয় কীর্তি গড়েন এই ইতালিয়ান বিস্ময় বালিকা। যে কারণেই এবারের অলিম্পিকে দেশটির উজ্জ্বল এবং দারুণ সম্ভাবনাময়ী সাঁতারু হিসেবে বিবেচনা করা হচ্ছে তাকে। স্বপ্নের এই টুর্নামেন্টকে ঘিরে অন্যরকম রোমাঞ্চের জোয়ারে ভাসছেন কুর্তিস নিজেও। কেননা, সেই শৈশ্বব থেকেই যে অলিম্পিকে প্রতিনিধিত্ব করার স্বপ্ন বুনেছিলেন তিনি। এ প্রসঙ্গে সারা কুর্তিস বলেন, ‘অলিম্পিকে প্রতিনিধিত্ব করাটা আমার সবসময়েরই স্বপ্ন। এখানে মানসিকভাবে এমনকি শারীরিকভাবে উভয় দিক থেকেই নিজেকে উন্নতি করার চেষ্টা করব আমি। এ বছরই অলিম্পিকে খেলার স্বপ্ন ছিল আমার। শেষ পর্যন্ত সেটাই বাস্তবে রূপ নিতে যাচ্ছে। তবে পদক জয় করি কিংবা না করি ক্রীড়ার এই মহাযজ্ঞে অংশ নিতে পারাটাই হবে আমার জন্য দুর্দান্ত ব্যাপার।’  সারা কুর্তিসের বয়স যখন মাত্র দুই বছর। ঠিক তখনই তাকে পুলে নামিয়ে দিয়েছিলেন তার মা-বাবা। তবে পুলের ঠান্ডা পানি তাকে বেশ ভুগিয়েছিল। যে স্মৃতি এখনো মনে করতে পারেন তিনি। এ প্রসঙ্গে সারা কুর্তিস বলেন, ‘আমার বয়স যখন একেবারেই কম তখন যে ঘটনাটা খুব বেশি মনে করতে পারি সেটা হলো ঠান্ডা। সত্যি কথা বলতে পুলের ঠান্ডা পানিকে আমি খুবই ভয় পেতাম।’ সাতার ছাড়া বাস্কেটবলেও ক্যারিয়ার গড়ার স্বপ্ন দেখেছিল সারার মা-বাবা। কিন্তু শেষ পর্যন্ত সাঁতারকেই বেছে নিয়েছেন তিনি। গত মার্চে ইউরোপিয়ান জুনিয়র চ্যাম্পিয়নশিপের ৫০ মিটার ফ্রি-স্টাইলের মাধ্যমে অলিম্পিকের টিকিট নিশ্চিত করার পাশাপাশি ইতালির হয়ে নতুন রেকর্ডও গড়েছিলেন সারা। তার আগের রেকর্ডটা ছিল সিলভিয়া ডি পিয়েত্রোর। ২০২২ সালে রোমে অনুষ্ঠিত ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে ২৪.৭২ সেকেন্ডে ফিনিশিং লাইন স্পর্শ করেছিলেন সিলভিয়া। আর সেই রেকর্ড ছাড়িয়ে মাত্র ২৪.৫৬ সেকেন্ডে সমাপ্তি রেখা স্পর্শ করেই নতুন রেকর্ড গড়েন সারা কুর্তিস। তার এক মাস পর ব্যাকস্ট্রোকের শর্ট কোর্সেও বিশ্ব রেকর্ড গড়েছিলেন তিনি। ফিনিশিং লাইন স্পর্শ করতে তিনি সময় নিয়েছিলেন মাত্র ২৬.০৮ সেকেন্ড। আমেরিকার অলিভিয়া স্মোলিগার চেয়েও যা ০.০৫ সেকেন্ড কম। আমেরিকান সাঁতারু পরবর্তীতে ২০১৬ অলিম্পিকে স্বর্ণপদক ছাড়াও বিশ্ব চ্যাম্পিয়নশিপে বিভিন্ন পদক জয়ের রেকর্ড গড়েছিলেন।  স্মোলিগার রেকর্ড ভেঙে নিজেও অভিভূত সারা। তিনি বলেন, ‘আমি এমনটা আদৌ প্রত্যাশা করিনি...। এপ্রিলে আমি ভেবেছিলাম হয়তো মাঝারি মানের পারফর্মেন্স করতে পারবো। কিন্তু প্রত্যাশার চেয়েও বেশি ভালো করার অনুভূতিটাও দারুণ ছিল...। এটা সত্যিই অপ্রত্যাশিত। কেননা এতটা কম সময়ে যে আমিও ভাবিনি। এরপর তাই আমি উড়তে শুরু করে দিয়েছিলাম। কারণ এটা সত্যিই আমার জন্য অনেক বড় এক অর্জন।’ ইতালির এই তরুণ প্রতিভাবান সাতারু জাতিগতভাবে মিশ্র। তবে সারা কুর্তিস নিজেকে সৌভাগ্যবান বলেই দাবি করেছেন। কেননা, এখন পর্যন্ত কখনোই বর্ণবৈষম্যের শিকার হননি তিনি। সারা বলেন, ‘আমি নিজেকে সৌভাগ্যবান বলেই বিবেচনা করি যে এখন পর্যন্ত এরকম কিছু (বর্ণ-বৈষম্য) আমার জীবনে ঘটেনি।’

সুন্দরের প্রতিচ্ছবিময়  তিনদিনের রবীন্দ্র  উৎসব শুরু

সুন্দরের প্রতিচ্ছবিময় তিনদিনের রবীন্দ্র উৎসব শুরু

বাঙালির মনের মানুষ, প্রাণের মানুষ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন ছিল বুধবার। সেই সুবাদে মননের দিশারী কবিগুরুর প্রতি অনুরাগ প্রকাশে অনুষ্ঠিত হয়েছে সরকারি-বেসরকারি পর্যায়ে নানা আয়োজন। কবিগুরুর ঐশ্বর্যময় সৃষ্টির আলোকে নিবেদিত হয়েছে শ্রদ্ধাঞ্জলি। রবীন্দ্রনাথের প্রতি ভালোবাসা নিবেদনের সেই স্রোতধারায় বৃহস্পতিবারও রঙিন ছিল রাজধানীর সংস্কৃতি ভুবন। রবীন্দ্রজয়ন্তী উদ্যাপনে এদিন থেকে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে শুরু হলো তিনদিনব্যাপী জাতীয় রবীন্দ্র উৎসব। ‘বাজুক প্রাণে বজ্রভেরী/অকূল প্রাণের সে উৎসবে’ স্লোগানে ৩৫তম আসরটির আয়োজক বাংলাদেশ রবীন্দ্রসংগীত শিল্পী সংস্থা। এদিকে একই দিনে শিল্পকলা একাডেমির সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে ‘বিমল আনন্দে জাগো’ প্রতিপাদ্যে রবীন্দ্রসংগীত শিল্পী সংস্থার আরেক অংশের তিনদিনের রবীন্দ্র উৎসবের সূচনা হয়।

ফের টানা পতনে শেয়ারবাজার

ফের টানা পতনে শেয়ারবাজার

টানা পতন থেকে বেরিয়ে আসার আভাস দিয়ে দেশের শেয়ারবাজারে আবার টানা দরপতন শুরু হয়েছে। সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার দরপতনের মাধ্যমে টানা তিন কার্যদিবস দরপতন হলো। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমার পাশাপাশি কমেছে সবকটি মূল্যসূচক। বেড়েছে ডিএসইতে লেনদেনের পরিমাণ। এ টানা দরপতনের আগে শেয়ারবাজারে টানা চার কার্যদিবস ঊর্ধ্বমুখী প্রবণতার দেখা মিলে। ফলে শেয়ারবাজার পতনের বৃত্ত থেকে বেরিয়ে আসছে এমন ধারণা করতে থাকেন বিনিয়োগকারীরা। কিন্তু বিনিয়োগকারীদের হতাশ করে ফের টানা দরপতন শুরু হয়েছে।

এপ্রিলে অর্থনীতির গতি কমেছে

এপ্রিলে অর্থনীতির গতি কমেছে

এপ্রিল মাসে বাংলাদেশের পারচেজিং ম্যানেজার্স ইনডেক্স বা পিএমআই কমেছে। এপ্রিল মাসে এই সূচক ২ দশমিক ১ শতাংশ কমে ৬২ দশমিক ২-এ নেমে এসেছে। মার্চ মাসে এই সূচকের মান ছিল ৬৪ দশমিক ৩। অর্থাৎ এপ্রিল মাসে দেশের অর্থনীতির গতি কমেছে। শিল্পোদ্যোক্তাদের সংগঠন মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই বা মেট্রো চেম্বার) ও গবেষণা সংস্থা পলিসি এক্সচেঞ্জ যৌথভাবে প্রথমবারের মতো পিএমআই সূচক প্রকাশ করেছে। বৃহস্পতিবার রাজধানীর গুলশানে এমসিসিআই কার্যালয়ে এক অনুষ্ঠানে এই সূচক প্রকাশ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান। অতিথি ছিলেন ঢাকায় নিযুক্ত ভারপ্রাপ্ত ব্রিটিশ হাইকমিশনার ম্যাট ক্যানেল। স্বাগত বক্তব্য দেন এমসিসিআই সভাপতি কামরান টি রহমান।