ঢাকা, বাংলাদেশ   সোমবার ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১

কর্ণফুলীতে সাম্পান শোভাযাত্রা 

নদী ও ঘাট রক্ষার দাবি মাঝিদের

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস

প্রকাশিত: ২২:৩৫, ৯ মে ২০২৪

নদী ও ঘাট রক্ষার দাবি মাঝিদের

কর্ণফুলীতে সম্পান শোভাযাত্রা

সাম্পান খেলা ও চাটগাঁইয়া সংস্কৃতি মেলার ১৮তম আসরের দ্বিতীয় দিন বৃহস্পতিবার সম্পন্ন হয়েছে সাম্পান শোভাযাত্রা। কর্ণফুলী ও সাম্পান মাঝিদের রক্ষার এই সামাজিক আন্দোলনের শোভাযাত্রায় প্রধান অতিথি ছিলেন সিএমপি কমিশনার কৃষ্ণপদ রায়। সকাল ১১টায় অনুষ্ঠিত এই শোভাযাত্রায় অংশ নেয় তিন শতাধিক সাম্পান, যা নগরীর অভয়মিত্র ঘাট থেকে শুরু করে বাকলিয়া এলাকা ঘুরে ফের অভয়মিত্র ঘাটে গিয়ে শেষ হয়। এ সময় সাম্পান মাঝিরা নানা ধরনের স্লোগান ও প্ল্যাকার্ড নিয়ে কর্ণফুলী ও সাম্পানঘাট রক্ষার দাবি তোলে।
প্রধান অতিথির বক্তব্যে সিএমপি কমিশনার বলেন, কর্ণফুলী ও চট্টগ্রাম মহানগরীর পরিবেশ রক্ষায় এই সামাজিক আন্দোলন ব্যর্থ হলে পুরো জাতি ব্যর্থ হবে। সেই সঙ্গে আগামী প্রজন্মের জন্য ধ্বংস ডেকে আনবে। তাদের জন্য একটি বাসযোগ্য পৃথিবী রেখে যেতে কর্ণফুলী নদীকে রক্ষা করতে হবে। 
কর্ণফুলী নদী সাম্পান মাঝি কল্যাণ সমিতি ফেডারেশনের সভাপতি এসএম ফেয়ার আলীর সভাপতিত্বে আবৃত্তি শিল্পী দিলরুবা খানমের সঞ্চালনায় শোভাযাত্রায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফিরিঙ্গীবাজার ওয়ার্ড কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, চট্টগ্রাম ইতিহাস সংস্কৃতি গবেষণা কেন্দ্রের চেয়ারম্যান আলিউর রহমান। বক্তব্য রাখেন ডায়মন্ড সিমেন্টের জেনারেল ম্যানেজার (সেলস) আবদুর রহিম, সাম্পান খেলার আয়োজক সমাজ সেবক সৈয়দ আহমেদ, সেলিমুল হক, কামাল আহমেদ, শায়ের আমান, ক্যাব চট্টগ্রামের কর্মকর্তা জানে আলম, কর্ণফুলী নদী সাম্পান মাঝি কল্যাণ সমিতি ফেডারেশনের সহসভাপতি জাফর আহমেদ, যুগ্ম সম্পাদক লোকমান দয়াল, আবুল হোসেন আবুল, বশির আহমেদ প্রমুখ।

×