ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

মাশরাফীর বিরুদ্ধে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ

নিজস্বসংবাদদাতা, নড়াইল 

প্রকাশিত: ১৮:৪২, ১৯ মে ২০২৪

মাশরাফীর বিরুদ্ধে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ

মাশরাফী বিন মোর্ত্তজা।

জাতীয় সংসদের হুইপ ও নড়াইল-২ আসনের এমপি মাশরাফী বিন মোর্ত্তজার বিরুদ্ধে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ করেছেন সদর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী তোফায়েল মাহমুদ তুফান। 

শনিবার (১৮ মে) বিকেলে তিনি অতিরিক্ত জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার বরাবর এ লিখিত অভিযোগ করেন।

জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সদর উপজেলা চেয়ারম্যান প্রার্থী তোফায়েল মাহমুদ তুফান (ঘোড়া প্রতিক) লিখিত অভিযোগে বলেন, নির্বাচন কমিশন ও আওয়ামী লীগ সিদ্ধান্ত নিয়েছে যে বাংলাদেশ সরকারের কোনো মন্ত্রী, হুইপ বা এমপি মহোদয় তার নির্বাচনি এলাকার কোন উপজেলায় প্রার্থীর পক্ষে কোনরূপ প্রচার ও প্রচারণা চালাতে পারবেন না। কিন্তু নড়াইল-২ আসনের এমপি জাতীয় সংসদের হুইপ মাশরাফী বিন মোর্ত্তজা নড়াইলে বসে সদর উপজেলা চেয়ারম্যান প্রার্থী আজিজুর রহমান ভূঁইয়ার (আনারস মার্কা) পক্ষে প্রকাশ্যে প্রচারণা চালাচ্ছেন, যা উপজেলা নির্বাচন আচারণ বিধির প্রকাশ্য লংঘন।
 
তিনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে জাতীয় সংসদের স্পিকার, প্রধান নির্বাচন কমিশনার সচিব, বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়, জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা নির্বাচন অফিসার, অফিসার ইনচার্জ, নড়াইল থানা বরাবর অভিযোগটির অনুলিপি প্রদান করেছেন।

এ বিষয়ে রবিবার (১৯ মে) বিকেলে নড়াইল সদর উপজেলা ও লোহাগাড়া উপজেলা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শ্বাশতী শীল সাংবাদিকদের বলেন, ‘অভিযোগটি পেয়েছি। তবে অভিযোগের স্বপক্ষে অভিযোগকারীকে তথ্য প্রমাণ হাজির করতে বলা হয়েছে। রবিবার বিকেল পর্যন্ত কোনো তথ্য-প্রমান পাওয়া যায়নি। অভিযোগের পক্ষে প্রমান পেলে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে। 

এ বিষয়ে রবিবার (১৯ মে) বিকেলে চেয়ারম্যান প্রার্থী তোফায়েল মাহমুদ তুফানকে অভিযোগের কোনো তথ্য প্রমাণ রিটার্নিং অফিসারের কাছে জমা দিয়েছে কিনা এ প্রশ্নে- তিনি বলেন, ‘আপনারাইতো (সাংবাদিকরা) সব জানেন। এমপি মহোদয় নড়াইলে বসে আওয়ামী লীগ নেতা-কর্মীদেরকে ফোনে ফোনে আনারসের পক্ষে কাজ বলছেন।’

তবে অভিযোগের বিষয়ে জাতীয় সংসদের হুইপ, নড়াইল-২ আসনের এমপি মাশরাফী বিন মোর্ত্তজার কোন বক্তব্য পাওয়া যায়নি। শনিবার দিবাগত গভীর রাতে এমপি মাশরাফী বিন মোর্ত্তজা নড়াইল ছেড়ে ঢাকায় চলে গেছেন বলে একাধিক সূত্র দাবি করেছেন।

 

এম হাসান

×