ঢাকা, বাংলাদেশ   রোববার ০৮ ডিসেম্বর ২০২৪, ২৪ অগ্রাহায়ণ ১৪৩১

ভারতে গিয়ে নিখোঁজ ঝিনাইদহের সংসদ সদস্য

প্রকাশিত: ১৭:২৯, ১৯ মে ২০২৪

ভারতে গিয়ে নিখোঁজ ঝিনাইদহের সংসদ সদস্য

আনোয়ারুল আজিম আনার

চিকিৎসার জন্য ভারতে গিয়ে ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। আনোয়ারুলের খোঁজ পেতে তার মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে গেছেন।

রবিবার (১৯ মে) বিকেলের দিকে তিনি মিন্টো রোডে অবস্থিত ডিবি কার্যালয়ে যান। মুমতারিন ফেরদৌস ডরিন নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।আনোয়ারুল আজিম আনার এবং তার মেয়ে ডরিন।ডরিন বলেন, ‘আমার বাবা ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম নিখোঁজের ঘটনায় ডিবিকে অবহিত করতে এসেছি।’

তিনি জানান, গত ১১ মে চিকিৎসার জন্য ভারতে যান এই সংসদ সদস্য। এরপর দুদিন পরিবার ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে তার যোগাযোগ ছিল। গত ১৪ মে থেকে তার সঙ্গে সকল প্রকার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তার ব্যবহৃত হোয়াটসঅ্যাপ নম্বরটিও বন্ধ রয়েছে। তিনি কোথায় আছেন, কীভাবে আছেন—সেটা জানতে না পেরে পরিবার ও দলীয় নেতাকর্মীরা উদ্বিগ্ন।

উল্লেখ্য, আনোয়ারুল আজীম আনার ঝিনাইদহ-৪ আসনের সরকার দলীয় সংসদ সদস্য। তিনি ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে টানা তিনবার আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। 

এম হাসান

×