ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

‘সত্তা’র শূটিংয়ে ঢাকায় পাওলি দাম

প্রকাশিত: ০৪:২৫, ১৬ অক্টোবর ২০১৬

‘সত্তা’র শূটিংয়ে ঢাকায় পাওলি দাম

স্টাফ রিপোর্টার ॥ হাসিবুর রেজা কল্লোল পরিচালিত ‘সত্তা’ চলচ্চিত্রের কাজ শেষ করতে আবারও ঢাকায় এসেছেন টালিগঞ্জের সমালোচিত অভিনেত্রী পাওলি দাম। শাকিব খানের বিপরীতে এই চলচ্চিত্রে কাজ করতে আরও একবার রাজধানীতে আগমন হলো তার। টলিউড কিংবা বলিউড স্পর্শের স্বাদ পেলেও ঢালিউডের বড়পর্দায় এখনও অনুপস্থিত এ কৃষ্ণস্ন্দুরী। ‘সত্তা’ চলচ্চিত্রের মাধ্যমেই তার সেই অভিষেক হবে। প্রায় বছর দুয়েক হলো, কিছুটা থেমে কিছুটা অনিশ্চয়তায় চলছে ‘সত্তা’ চলচ্চিত্রের শূটিং। ঢালিউডে পাওলির অভিষেকটাও তাই বিলম্বিত হচ্ছে। এ নিয়ে কিছুটা উষ্মাও প্রকাশ করতে দেখা গেছে তাকে। সর্বশেষ গত ফেব্রুয়ারিতে এসেছিলেন পাওলি। তারপর দীর্ঘ বিরতির পর শুক্রবার ঢাকায় এসেছেন তিনি। জানা গেছে, শাকিব খানের বিপরীতে পাওলির দুই গানের দৃশ্যায়ন হবে কক্সবাজার সৈকতে। শনিবার দুপুর থেকেই শুরু হয়েছে ক্যামেরা এ্যাকশন। নির্মাতা হাসিবুর রেজা কল্লোল জানান, দেশীয় কোরিওগ্রাফার দিয়ে চলচ্চিত্রটির গানের দৃশ্যায়ন করছেন তিনি। গান দুটির কোরিওগ্রাফি করছেন মাসুম বাবুল। চলচ্চিত্রের গানগুলোর সঙ্গীত পরিচালনা করছেন বাপ্পা মজুমদার। ঢাকাই চলচ্চিত্রে পাওলিকে কিভাবে আবিষ্কার করবেন দর্শক? এ প্রসঙ্গে কল্লোল বলেন, পাওলিকে বাংলাদেশের নায়িকা হিসেবেই পাবেন দর্শক। ঢালিউডের সাম্প্রতিক চলচ্চিত্র নয়, খান আতাউর রহমানেরা যেমন চলচ্চিত্র বানাতেন তাদের আদর্শ মেনেই চলচ্চিত্রটি নির্মাণ করছি। চলচ্চিত্রে শাকিব খানের অভিনয় নিয়েও আশাবাদী কল্লোল বলেন, শাকিব খান যে একজন দুর্দান্ত অভিনেতা তা দর্শক টের পাবেন এ চলচ্চিত্রে। এর ট্রেইলারেই ইতোমধ্যে তিনি বেশ প্রশংসিত হয়েছেন। শাকিব-পাওলি জুটির এ চলচ্চিত্রের মুক্তি প্রসঙ্গে কল্লোল বলেন, চলচ্চিত্রটি নিয়ে ইতোমধ্যেই দর্শকদের মধ্যে একধরনের প্রত্যাশা তৈরি হয়েছে। পাওলিও অধীর আগ্রহে অপেক্ষা করছেন ঢাকাই চলচ্চিত্রে তার অভিষেকের। ফলে আমরাও চাচ্ছি যতদ্রুত সম্ভব কাজ শেষ করে চলচ্চিত্রটি মুক্তি দিতে। ২০১৬ সালের শেষ সপ্তাহে হলেও মুক্তির টার্গেট বলে জানান তিনি।
×

শীর্ষ সংবাদ:

যেই সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে: আমীর খসরু
জামায়াত নেতারা রাজাকার হলে পাকিস্তানে গাড়ি বাড়ি থাকতো : শামীম সাঈদী
এনসিপির সঙ্গে আমার ব্যক্তিগত সম্পৃক্ততা নেই- উমামা ফাতেমা
‘বাংলাদেশি’ সন্দেহে আটকদের অধিকাংশই ভারতীয় মুসলমান
ইয়েমেনে হামলা চালিয়েই সাগরে ডুবে গেল মার্কিন সর্বাধুনিক যুদ্ধবিমান
জামিন পেলেননা তারেক রহমানের খালাতো ভাই তুহিন
লন্ডনে আজ আর্সেনাল পিএসজি মহারণ
১৭ অভিনয়শিল্পীর নামে মামলা, তালিকায় আছেন নুসরাত ফারিয়া-অপু বিশ্বাস-ভাবনাসহ অনেকেই
১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১১৯তম ড্র অনুষ্ঠিত হবে আগামীকাল
স্বর্ণের দাম, রেকর্ড উচ্চতা থেকে পতনের পথে
কুমিল্লায় পুলিশ-সেনাবাহিনীর চাকরির নামে প্রতারণা: দালালসহ ১৩ জন গ্রেফতার
১২ বছর বয়সী ছেলে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে ৩ মাদ্রাসা শিক্ষক গ্রেফতার