ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

চট্টগ্রাম টেস্ট

তাইজুল ম্যাজিকে টাইগারদের দারুণ শুরু

শাকিল আহমেদ মিরাজ

প্রকাশিত: ২৩:১৯, ২৮ এপ্রিল ২০২৫

তাইজুল ম্যাজিকে টাইগারদের দারুণ শুরু

চট্টগ্রাম টেস্টের প্রথম দিন সোমবার ৫ উইকেট নিয়ে বাঁধভাঙা উল্লাসে মেতে ওঠেন টাইগার স্পিনার তাইজুল ইসলাম

‘বিশ্বের সবচেয়ে আন্ডার-রেটেড ক্রিকেটার তাইজুল, আরও একবার ৫ উইকেটের জন্য অভিনন্দন’- পোস্ট তামিম ইকবালের, ভুল বলেননি সাবেক অধিনায়ক। স্মরণীয় সব পারফর্ম্যান্সের পরও তাইজুল ইসলামকে সেভাবে মূল্যায়ন করা হয়নি। সেই তিনি জ্বলে উঠলেন মোক্ষম সময়ে। সিরিজ বাঁচাতে জিততেই হবে এমন ম্যাচে এক পর্যায়ে ২ উইকেটে ১৭৬ রান তুলে নিয়েছিল জিম্বাবুয়ে, ৪ উইকেটে ২০০। সেখান থেকেই ২২৭ রানে পৌঁছাতে প্রথম ইনিংসে ৯ উইকেট হারিয়েছে সফরকারীরা। আর চট্টগ্রাম টেস্টের প্রথম দিন শেষে বাংলাদেশকে আশা দেখাচ্ছেন অভিজ্ঞ এ বাঁহাতি স্পিনার।

ক্যারিয়ারে ১৬ বারের মতো তুলে নিয়েছেন ৫ উইকেট। দিন শেষে কণ্ঠেও ছিল ঝাঁজ, সিলেট টেস্টে হারের পর দল নিয়ে যে সমালোচনা হচ্ছে সেদিকে ইঙ্গিত করে, সমালোচকদের ক্রিকেট জ্ঞান নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি, বলেছেন, ‘এক হারেই সব কিছু শেষ হয়ে যায়নি।’ সোমবার সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিনের চা বিরতি পর্যন্ত এগিয়ে ছিল জিম্বাবুয়ে। টস জিতে আগে ব্যাট করতে নেমে বাংলাদেশকে বেকায়দায় ফেলে শক্ত অবস্থানে পৌঁছে যায় তারা। কিন্তু শেষবেলায় তাইজুলের ঘূর্ণিতে পা হড়কে যায় তাদের। ভালো সংগ্রহের আশা ভুলে সফরকারীরা এখন আড়াইশ’র নিচে গুটিয়ে যাওয়ার শঙ্কায়।  প্রথম সেশনে বেন কারানকে আউট করা তাইজুল তৃতীয় সেশনে জ্বলে ওঠেন চমৎকার বোলিংয়ে। তার তোপে তাসের ঘরের মতো ভেঙে পড়ে জিম্বাবুয়ে।

৪ উইকেটে ২০০ রান থেকে অল্প সময়ের মধ্যে ৯ উইকেটে ২১৭ রানে পরিণত হয় দলটির স্কোর। অর্থাৎ মাত্র ১৭ রান যোগ করতে তারা হারায় ৫ উইকেট। একে একে ওয়েসলি মাধেভেরে, ওয়েলিংটন মাসাকাদজা, রিচার্ড এনগারাভা ও নিক ওয়েলচকে সাজঘরে পাঠান তাইজুল। সব মিলিয়ে ২৭ ওভারে ছয়টি মেডেনসহ ৬০ রানে তার শিকার ৫ উইকেট। সিলেটে যে টেস্টটা হেরে টালমাটাল বাংলাদেশ সেখানে প্রথম ইনিংসে ১০ ওভারে ৫৩ রান দিয়ে উইকেট শূন্য থাকার পর দ্বিতীয় ইনিংসে ১০ ওভারে ৫৩ রান দিয়ে ২ উইকেট নিয়েছিলেন তাইজুল। প্রথম টেস্টে বাজে পারফরম্যান্সের পর চট্টগ্রামে ৫ উইকেট পাওয়া কতটা স্বস্তির? ‘এটা সন্তুষ্টির বিষয়।

কারণ একটা খেলোয়াড় যখন ৫০টা টেস্ট খেলে ফেলবে, সিলেটে যেভাবে আমি বল করেছি, সেটা ভালো ছিল না। নিজেকে ফিরে পেয়েছি, এটা একটা ভালো লাগার বিষয়। সবচেয়ে বড় জিনিস হচ্ছে দলকে আমি সাহায্য করতে পেরেছি।’ দিন শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন তাইজুল।
টানা ১০ টেস্টে জয়হীন থাকার পর সিলেটে জয় পেয়েছে জিম্বাবুয়ে। এখন তারা দাঁড়িয়ে ২১ বছর পর বাংলাদেশের বিপক্ষে সিরিজ জয়ের সামনে। সিলেটের ওরকম হারের পর স্বাভাবিকভাবেই সমালোচনার তীরে বিদ্ধ হয়েছেন ক্রিকেটাররা,‘একটা ম্যাচ দেখে যারা সমালোচনা করে, আমার মনে হয় না তারা খেলা বোঝে।’ বলেন তাইজুল। এদিন টানা দুই বলে ওয়েলিংটন মাসাকাদজা ও রিচার্ড এনগারাভাকে ফিরিয়ে জাগিয়ে তুলেছিলেন হ্যাটট্রিকের সম্ভাবনাও। ওয়ানডে অভিষেকেই জিম্বাবুয়ের বিপক্ষে হ্যাটট্রিক করলেও সাদা পোশাকে এখনো সেই স্বাদটা পাওয়া হয়নি। তবু আফসোস নেই তার ‘আফসোস নেই। হ্যাটট্রিক জীবনে বারবার আসে না। হয় নাই, একটু খারাপ তো লাগতেই পারে।’

তাইজুলকে শুভেচ্ছা জানিয়ে ফেসবুকে তামিম লিখেছেন, ‘(তাইজুল) এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে আন্ডাররেটেড বোলার। বর্তমানে খেলতে থাকা বোলারদের পরিসংখ্যান দেখুন, আমার মন্তব্য বুঝতে পারবেন। আরেকটি ৫ উইকেটের জন্য অভিনন্দন।’ বাংলাদেশের সাবেক অধিনায়কের এমন মন্তব্য নিয়ে সংবাদ সম্মেলনে তাইজুলের কাছে প্রশ্ন যায়, ‘তামিম স্ট্যাটাস দিয়েছেন, আপনি দুনিয়ার সবচেয়ে আন্ডাররেটেড, এটা আপনার নিজেরও মনে হয় কি না? জবাবে তামিমের সঙ্গে সুর মেলান ৩৩ বছর বয়সী এই বোলার, ‘হ্যাঁ, আমার কাছেও মনে হয় আমি আন্ডাররেটেড। কারণটা আপনারাও ভালো জানেন আমার চেয়ে।’
২০১৪ সালের সেপ্টেম্বরে ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট অভিষেক হয় তাইজুলের। বাংলাদেশের জার্সিতে ২০ ওয়ানডে ও ২ টি২০ খেললেও তাকে মূলত সাদা পোশাকের ক্রিকেটের জন্য বিবেচনা করা হয়। চলতি ম্যাচসহ ৫৩ টেস্টে ৩১.৫৬ গড়ে তার শিকার ২২৪ উইকেট। এই সংস্করণে তিনি বাংলাদেশের ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ উইকেটের মালিক। শীর্ষে থাকা সাকিব আল হাসান ৭১ টেস্টে ৩১.৭২ গড়ে নিয়েছেন ২৪৬ উইকেট। তিনে আছেন মেহেদি হাসান মিরাজ। তিনিও খেলতে নেমেছেন ক্যারিয়ারের ৫৩তম টেস্টে। ৩২.৬৪ গড়ে তিনি পেয়েছেন ২০০ উইকেট।

×

শীর্ষ সংবাদ:

যেই সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে: আমীর খসরু
জামায়াত নেতারা রাজাকার হলে পাকিস্তানে গাড়ি বাড়ি থাকতো : শামীম সাঈদী
এনসিপির সঙ্গে আমার ব্যক্তিগত সম্পৃক্ততা নেই- উমামা ফাতেমা
‘বাংলাদেশি’ সন্দেহে আটকদের অধিকাংশই ভারতীয় মুসলমান
ইয়েমেনে হামলা চালিয়েই সাগরে ডুবে গেল মার্কিন সর্বাধুনিক যুদ্ধবিমান
জামিন পেলেননা তারেক রহমানের খালাতো ভাই তুহিন
লন্ডনে আজ আর্সেনাল পিএসজি মহারণ
১৭ অভিনয়শিল্পীর নামে মামলা, তালিকায় আছেন নুসরাত ফারিয়া-অপু বিশ্বাস-ভাবনাসহ অনেকেই
১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১১৯তম ড্র অনুষ্ঠিত হবে আগামীকাল
স্বর্ণের দাম, রেকর্ড উচ্চতা থেকে পতনের পথে
কুমিল্লায় পুলিশ-সেনাবাহিনীর চাকরির নামে প্রতারণা: দালালসহ ১৩ জন গ্রেফতার
১২ বছর বয়সী ছেলে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে ৩ মাদ্রাসা শিক্ষক গ্রেফতার