ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৩ ডিসেম্বর ২০২৪, ১৯ অগ্রাহায়ণ ১৪৩১

বাংলাদেশের আজ সিরিজ বাঁচানোর লড়াই

মো. মামুন রশীদ

প্রকাশিত: ২৩:৫৮, ৮ নভেম্বর ২০২৪

বাংলাদেশের আজ সিরিজ বাঁচানোর লড়াই

.

ওয়ানডেতে তিনটি দ্বিপক্ষীয় সিরিজ এর আগে আফগানিস্তানের বিপক্ষে খেলেছে বাংলাদেশ। প্রতিবারই ২-১ ব্যবধানে সিরিজ জিতেছে বাংলাদেশ দল। প্রতিবারই দুই দলের সিরিজ হয়েছে বাংলাদেশের মাটিতে। এবারই প্রথম দেশের বাইরে আফগানদের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে নেমেছে বাংলাদেশ দল। আর সে কারণেই হয়তো ভিন্ন কিছু ঘটেছে। কারণ এর আগে কোনো সিরিজেই প্রথম ম্যাচে আফগানিস্তানের কাছে হারেনি বাংলাদেশ।

এবার শার         জা ক্রিকেট স্টেডিয়ামে সেই ঘটনার জন্ম দিয়েছে উজ্জীবিত আফগানরা। তাই সিরিজ জিততে মুখিয়ে আছে তারা। আজ একই মাঠে বাংলাদেশ সময় বিকেল ৪টায় মাঠে গড়াবে দ্বিতীয় ওয়ানডে। হারলেই সিরিজ হাতছাড়া হবে তাই জেতার লক্ষ্যেই মাঠে নামবে বাংলাদেশ দল। আর এই প্রথম বাংলাদেশের বিপক্ষে সিরিজ জয়ের সুযোগটা নিতে মুখিয়ে আছে আত্মবিশ^াসী আফগানিস্তান। ইতোমধ্যেই আইসিসি র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশকে হটিয়ে আটে উঠে এসেছে তারা, বাংলাদেশ নেমে গেছে ৯ নম্বরে। সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশকে একাদশ সাজাতে হয়েছে ১৩ জনের স্কোয়াড থেকে। কারণ ভিসা জটিলতায় দলের সঙ্গে দুই ধাপেও যেতে পারেননি বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ ও ফাস্ট বোলার নাহিদ রানা। পেসার সংকটে অবশ্য পড়তে হয়নি বাংলাদেশকে। তিন পেসার তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম দুর্দান্ত বোলিং করেছেন। তবে স্পিনার সংকট বেশ ভালোভাবেই বুঝেছে দল। কারণ একমাত্র বাঁহাতি স্পিনার এই স্কোয়াডে নাসুম, তিনি না থাকায় খেলানো সম্ভব হয়নি। অথচ আফগান একাদশে এক ঝাঁক স্পিনার দেখা গেছে। আর শারজার উইকেটে স্পিনাররা কতটা ভয়ানক হতে পারেন সেটি নবীন অফস্পিনার মোহাম্মদ গজনফর ভালোভাবেই বুঝিয়ে দিয়েছেন। একাই ৬ উইকেট নিয়ে বাংলাদেশ দলকে ডুবিয়েছেন লজ্জায়। একটানা ব্যাটিং ব্যর্থতার রেশ কাটাতে পারেনি বাংলাদেশ, বরং আরও যেন বিপর্যস্ত হয়েছেন বাংলাদেশী ব্যাটাররা। সেই ব্যাটিং ব্যর্থতা কাটিয়ে ওঠার জন্য শক্তিমত্তা বাড়ানোর পরিবর্তে কমেছে বাংলাদেশের। কারণ অভিজ্ঞ মুশফিকুর রহিম সিরিজ থেকেই ছিটকে গেছেন তর্জনির ইনজুরি নিয়ে। এবার তার ঘাটতি পূরণ করতেই হিমশিম অবস্থা হবে বাংলাদেশের। হয়তো ওপেনার জাকির হাসান দায়িত্বটা নেবেন, কিংবা জাকের আলী অনিক। কারণ মুশফিকের পরিবর্তে কাউকে দলে নেওয়া হয়নি।
প্রথম ম্যাচে ৩ পেসার ও ২ স্পিনার নিয়ে একাদশ সাজায় বাংলাদেশ। এবার উল্টোটা হতে পারে দ্বিতীয় ম্যাচে। ৩ স্পিনার ও ২ পেসার খেলতে পারেন। সেক্ষেত্রে বাঁহাতি মুস্তাফিজ ও ডানহাতি তাসকিন থাকতে পারেন একাদশে। আর অফস্পিন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ ও লেগস্পিনার রিশাদ হোসেনের সঙ্গে যোগ হতে পারেন বাঁহাতি স্পিনার নাসুম। এতে স্পিন আক্রমণে বেশ বৈচিত্র্য আসবে। আরেকটি পরিবর্তন দেখা যাবে ব্যাটিং লাইন আপে। মুশফিকের জায়গায় আসবেন জাকের আলী কিংবা জাকির হাসান। এর বাইরে অন্য কোনো বিকল্পও নেই বাংলাদেশের ব্যাটিং লাইনে। তবে জাকির মূলত টপঅর্ডার হওয়ার কারণে মুশফিকের পরিবর্তে জাকেরই আসার সম্ভাবনা বেশি। আর টানা ব্যর্থতার কারণে তানজিদ হাসান তামিমের জায়গা নিতে পারেন জাকির। এর আগে কোনো দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশকে হারাতে পারেনি আফগানরা। এবার সেটি করতে পেরে উজ্জীবিত তারা। কিন্তু বাংলাদেশের সহঅধিনায়ক মিরাজ বলেছেন, ‘এখানে অনেক বছর পর ওয়ানডে খেলেছি। ৭-৮ মাস পর খেলেছি সবার মাঝে ওই জিনিসটাও একটু কাজ করছিল অনেকদিন পর আমরা ওয়ানডেতে খেলছে। আন্তর্জাতিক ক্রিকেটে প্রতিটি দলই ভালো মানের। আপনি কখনই কোন দলকে ছোট বলতে পারবেন না। যেহেতু আমাদের সুযোগ আছে। একটা ম্যাচ হেরেছি, এখনো দুইটা ম্যাচ আছে। সুতরাং আমরা দুইটা ম্যাচ চিন্তা না করে পরবর্তী ম্যাচটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ।’
এই মুহূর্তে বেশ ভালো অবস্থায় আছে আফগানরা। শারজায় টানা জয়ের মধ্যেই আছে তারা। কিছুদিন আগে দক্ষিণ আফ্রিকার মতো শক্তিধর দলকে ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে হারিয়েছে। টানা দুই ম্যাচ জয়ের পর অবশ্য শেষটিতে আফগানরা হেরে গিয়েছিল। কিন্তু বাংলাদেশের বিপক্ষে জিতে আবার জয়ের ধারায় ফিরেছে। আন্তর্জাতিক ক্রিকেটে সবসময়ই বাংলাদেশের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই করে আফগানরা। প্রথম ওয়ানডে জিতে সমান রেটিং ৮৫ দুই দলের। তবে ন্যূনতম পয়েন্টে এগিয়ে থাকায় ৮ নম্বরে উঠে এসেছে আফগানিস্তান। সিরিজ জিতলে সেই অবস্থানটা দৃঢ় হবে তাদের। ৯ নম্বরে নেমে আসা বাংলাদেশের জন্য তাই এখন শুধু সিরিজ বাঁচানোর লড়াই-ই নয়, পাশাপাশি র‌্যাঙ্কিংয়ে অবস্থান ফিরে পাওয়ার লড়াইও। সেক্ষেত্রে ফর্মে থাকা আফগান ব্যাটিং ও বোলিং লাইনআপের বিপক্ষে কঠিন চ্যালেঞ্জে পড়তে হবে তাদের। গজনফর ছাড়াও স্পিন আক্রমণের নেতৃত্বে থাকা লেগস্পিনার রশিদ খান, মোহাম্মদ নবির সঙ্গে আছেন বাঁহাতি স্পিনার নানজেয়ালিয়া খরোত। জেনুইন পেসার হিসেবে ফজল হক ফারুকী ছাড়াও দুই পেস অলরাউন্ডার গুলবাদিন নাইব ও আজমতউল্লাহ ওমরজাই আছেন। আজ অপরিবর্তিত একাদশ নিয়েই নামার সম্ভাবনা আফগানিস্তানের। পরিবর্তন আনতে চাইলে শুধু খরোতের পরিবর্তে রিস্ট স্পিনার নূর আহমেদকে দেখা যেতে পারে।

 

×

শীর্ষ সংবাদ:

আগরতলায় উপহাইকমিশনে হামলা: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ
রিজার্ভে হাত না দিয়ে ও ৩ মাসে পরিশোধ হলো ৫ বিলিয়ন ডলার ঋণ
বাংলাদেশে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী পাঠাতে চায় মমতা ব্যানার্জী
টংগীর ২৩ মামলার শীর্ষ সন্ত্রাসী কামরুল ইসলাম কামুকে গ্রেফতার করেছে গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশ
আগামীকাল সোমবার নতুন নির্বাচন কমিশনের প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে
‘বাড়াবাড়ি করলেই’ বন্ধ মার্কিন দুয়ার, ভারতসহ ৫ দেশকে ট্রাম্পের কড়া হুঁশিয়ারি
দিল্লিকে বাদ দিয়ে তৃতীয় দেশ থেকে ভিসা নেওয়ার উদ্যোগ
তারেক রহমানের নামে জবানবন্দি দেন নি শেখ হাসিনা: কায়সার কামাল
আবারও যেন রাজপথে নামা যায় সেই লক্ষ্যে কাজ চলছে: সারজিস আলম
নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক বিচার চাইলেন অন্তবর্তী সরকারের কাছে