ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৬ ডিসেম্বর ২০২৪, ২২ অগ্রাহায়ণ ১৪৩১

বাফুফের ৪ ভোটার বাদ!

প্রকাশিত: ১৮:৩৯, ৩ অক্টোবর ২০২৪; আপডেট: ১৮:৫২, ৩ অক্টোবর ২০২৪

বাফুফের ৪ ভোটার বাদ!

এবারের বাফুফে নির্বাচনে থাকছে না চারটি জেলা ফুটবল এ্যাসোসিয়েশনের ভোটাধিকার

আগামী ২৬ অক্টোবর অনুষ্ঠিত হবে বহুল আলোচিত বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচন। যতই সময় গড়াচ্ছে, ততই যেন নির্বাচনের উত্তাপ বেড়েই চলছে। সবচেয়ে বড় আগ্রহের সৃষ্টি হয়েছে সভাপতি পদকে কেন্দ্র করে।  নির্বাচনকে ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। আর এর মধ্যেই কি না সভা করে চার কাউন্সিলরকে (ভোটার) বাদ দিয়েছে বাফুফে!

বাফুফে ভবনে বুধবার সকাল থেকে শুরু হয় কাউন্সিলরশিপ নিয়ে অভিযোগের শুনানি। রাতে বাফুফের গঠিত কমিশন তাদের সিদ্ধান্ত গণমাধ্যমকে জানায়। অভিযোগের বিভিন্ন বিষয় খতিয়ে দেখার পর চারটি ফুটবল অ্যাসোসিয়েশনের ভোটাধিকার বাতিল করা হয়েছে।

বাফুফে কাউন্সিলর অভিযোগ নিরসন সংক্রান্ত কমিটির আহ্বায়ক হন বাংলাদেশ নির্বাচন কমিশনের অবসরপ্রাপ্ত উর্ধ্বতন কর্মকর্তা ড. মো. জাকারিয়া। তার সঙ্গে ছিলেন আরো দুই নির্বাচন কমিশনের কর্মকর্তা। অভিযোগের বিভিন্ন বিষয় খতিয়ে দেখে তারা লালমনিহারহাট, গোপালগঞ্জ, ফেনী ও শেরপুর জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের ভোটাধিকার বাতিল করেছে। তাতে আসন্ন নির্বাচনে ভোটিং কাউন্সিলর সংখ্যা দাঁড়ালো ১৩৩-এ।

এর আগে বাফুফের ভোটার ছিলেন ১৩৭ জন। এদের মধ্যে জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের ৬২, প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিভাগের ক্লাবগুলোর ৩৪, বাংলাদেশ প্রিমিয়ার লিগের ১০, বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশনের ৮, বিশ্ববিদ্যালয়ের ৬, বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগের ৫, শিক্ষা বোর্ডের ৫, নারী ফুটবল ক্লাবের ৪, ফুটবল কোচেস অ্যাসোসিয়েশন, ফুটবল রেফারিজ অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার ১টি করে ভোট।
 

 

রুমেল খান

×