ঢাকা, বাংলাদেশ   রোববার ১৩ অক্টোবর ২০২৪, ২৭ আশ্বিন ১৪৩১

রোনাল্ডোকে বিশেষ সম্মাননা

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: ০০:৪৬, ১৫ সেপ্টেম্বর ২০২৪

রোনাল্ডোকে বিশেষ সম্মাননা

আল-নাসেরের দেয়া বিশেষ জার্সি হাতে রোনাল্ডো

গত সপ্তাহেই নতুন এক মাইলফলক স্পর্শ করেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো। প্রথম ফুটবলার হিসেবে ৯০০ গোলের অবিস্মরণীয় কীর্তি গড়েন পর্তুগিজ সুপারস্টার। অনন্য এই মাইলফলক স্পর্শ করায় শুক্রবার সিআর সেভেনকে বিশেষ সম্মাননা দিয়েছে তার ক্লাব আল নাসর।

সৌদি প্রো লিগে এদিন আল আহলির বিপক্ষে ম্যাচ শুরুর আগে রোনাল্ডোর হাতে তুলে  দেওয়া হয় ‘গট ৯০০ গোলস’ লেখা একটি জার্সি। শুধু তাই নয়? এদিন রোনাল্ডোর এই অর্জনকে ভিন্নভাবে উদ্যাপন করেছেন আল নাসরের সমর্থকেরাও। ৯০০ লেখা বিশালাকার তিফো নিয়ে গ্যালারি মাতিয়ে রাখেন ভক্ত-অনুরাগীরা। 
যদিওবা রোনাল্ডোকে সম্মাননা দেওয়ার রাতে ড্র করেছে আল নাসর। আল আহলির বিপক্ষে যোগ করা সময়ের ৯ মিনিটে আত্মঘাতী গোলের সুবাদে ১-১ ব্যবধানে ড্রয়ে কোনোরকমে হার এড়ায় আল নাসর।

×