ঢাকা, বাংলাদেশ   রোববার ১৬ জুন ২০২৪, ২ আষাঢ় ১৪৩১

সিরিজ বাঁচাতে আজ যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে শান্তরা

প্রকাশিত: ১১:২৩, ২৩ মে ২০২৪

সিরিজ বাঁচাতে আজ যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে শান্তরা

প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ। 

টি-টোয়েন্টির তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হয়েছিল শান্তরা। সেই ম্যাচে ৫ উইকেটের ব্যবধানে হেরেছিল টাইগাররা। আজ বৃহস্পতিবার (২৩ মে) রাত ৯ টায় সিরিজ বাঁচাতে মাঠে নামবে টাইগাররা। যুক্তরাষ্ট্রের হিউস্টনে অনুষ্ঠিত হবে এ ম্যাচটি। 

এ সিরিজ দিয়েই মূলত বিশ্ব আসরের টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের সেরা একাদশ বাছাইয়ের কাজ করছে টাইগাররা। হিউস্টনের প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সের উইকেট সম্পর্কেও যথেষ্ট ধারণা নেই ক্রিকেটারদের। যে কারণে প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে কিছু বুঝে উঠার আগে হেরে বসে তারা।

ম্যাচ হারের পর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলছিলেন, ‘আমার মনে হয় আমরা ভালো উইকেটে খেলছি না। জিম্বাবুয়ে সিরিজেও ভালো উইকেটে খেলিনি। আশা করি ব্যাটসম্যানরা ঘুরে দাঁড়াতে পারবে। প্রবাসী বাংলাদেশিরা হতাশ হয়ে ফিরে গেছেন, তার কারণ আমরা ভালো খেলিনি। সামনের ম্যাচে চেষ্টা করব যেন একটা ভালো খেলতে পারি।’

এম হাসান

×