ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

গার্দিওলাকে প্রশংসায় ভাসিয়েছেন ক্লপ

প্রকাশিত: ১৪:২৩, ২০ মে ২০২৪

গার্দিওলাকে প্রশংসায় ভাসিয়েছেন ক্লপ

ইয়ুর্গেন ক্লপ

ইংলিশ প্রিমিয়ার লিগের ২০২৩-২৪ মৌসুম শেষ হয়েছে।  সেই সঙ্গে জয় দিয়ে লিভারপুল অধ্যায় শেষ করেছেন ইয়ুর্গেন ক্লপ। গত তিনবারের মতো এবারই শিরোপা জয় করেছে ম্যানসিটি। আর তাই সিটি কোচ পেপ গার্দিওলাকে প্রশংসায় ভাসিয়েছেন ক্লপ।

বিদায়বেলায় এত আয়োজন আর ভালোবাসা দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন ক্লপ। প্রায় ৯ বছরে লিভারপুলকে একটি করে চ্যাম্পিয়নস লিগ, প্রিমিয়ার লিগসহ মোট ৯টি শিরোপা জেতানো ক্লপ মঞ্চে দাঁড়িয়ে মাইক্রোফোন হাতে নিয়ে বলেন, ‘আমি খুব খুশি। আমি এটা বিশ্বাসই করতে পারছি না। আমি খেলা নিয়ে খুশি, এই আবহ আর এই পরিবার নিয়ে খুশি। এটা অসাধারণ, আপনাদের অনেক ধন্যবাদ।’ ক্লপ থামেন না, কাঁপা কণ্ঠে বলে চলেন, ‘আমার কাছে এটা শেষের মতো মনে হচ্ছে না। মনে হচ্ছে শুরুর মতো। আজ আমি একটি ফুটবল দলকে পূর্ণ প্রতিভা, তারুণ্য, সৃষ্টিশীলতা, ইচ্ছাশক্তি আর (জয়ের) ক্ষুধা নিয়ে খেলতে দেখেছি। এটা উন্নতির একটা অংশ। নিশ্চিত করে এটাই আপনাদের প্রয়োজন।’ক্লপ এরপর কথা বলেন লিভারপুলের বদলে যাওয়া বা পুরোনো দিনে ফিরে যাওয়ার বিষয়ে। সেখানে তিনি কৃতিত্ব দিলেন সমর্থকদেরই, ‘এই কয়েক সপ্তাহে আমার অনেক মনোযোগ দিতে হয়েছে। আমি অনেক কিছু উপলব্ধি করেছি। মানুষ বলে, আমি তাদের (লিভারপুল) সংশয়ী থেকে বিশ্বাসী বানিয়েছি। এটা সত্য নয়। আপনারাই এটা করেছেন। কেউ আপনাদের বিশ্বাস করা বন্ধ করতে বলেনি। লম্বা একটা সময়ের চেয়ে এই ক্লাবের এখন ভালো সময় যাচ্ছে।’ ক্লপ এরপর ক্লাবের আবহ নিয়ে বলতে গিয়ে লিভারপুলের সমর্থকদের অন্য এক উচ্চতায় স্থান দিয়েছেন, ‘আমাদের এমন অসাধারণ একটা স্টেডিয়াম আর ট্রেনিং সেন্টার আছে। আর আছেন আপনারা—ফুটবল বিশ্বের সুপার পাওয়ার। ওয়াও!’

ক্লপ এরপর লিভারপুলের বদলে যাওয়ার বিষয়ে কথা বলেছেন, ‘আমরা ভয় পাব, নাকি রোমাঞ্চ অনুভব করব, এ সিদ্ধান্ত নিয়েছি। আমরা সিদ্ধান্ত নিয়েছি বিশ্বাস রাখব কি রাখব না। আজ আমিও আপনাদেরই একজন এবং আমি বিশ্বাস রাখছি। আমি এখনো ১০০ ভাগ বিশ্বাস রাখছি। হ্যাঁ, আমি অনেককে কাঁদতে দেখেছি এবং আজ রাতে আমিও কাঁদব। কারণ, আমি এই মানুষগুলোকে মিস করব। কিন্তু পরিবর্তন ভালো। সবকিছুই ঠিক থাকবে। কারণ, মৌলিক ব্যাপারগুলো শতভাগ ঠিক আছে।’

ইয়ুর্গেন ক্লপ আরও বলেন, 'যেভাবে আপনারা আমাকে স্বাগত জানিয়েছিলেন, সেভাবে নতুন ম্যানেজারকে স্বাগত জানাবেন। প্রথম দিন থেকে আপনারা তার পাশে থাকবেন, তার প্রতি বিশ্বাস রাখবেন, দলকে তাগিদ দিবেন। আমি এখন আপনাদেরই একজন।'

টুম্পা

×