
রাজিয়ার নবজাতক সন্তান পেলো আর্থিক অনুদান।
বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের সাবেক খেলোয়াড় ও সাতক্ষীরার কালীগঞ্জের সাফজয়ী ফুটবলার রাজিয়া সুলতানা গত ১৩ মার্চ রাত ১০টায় একটি পুত্রসন্তান জন্ম দেয়ার পর অতিরিক্ত রক্ষক্ষরণ ও স্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। রাজিয়ার অকালমৃত্যুতে তার পরিবার, সাতক্ষীরারসহ বাংলাদেশের ফুটবলাঙ্গনে গভীর শোকের ছায়া নেমে আসে।
রাজিয়া না-ফেরার দেশে চলে গেলেও জন্ম নেয়া তার ফুটফুটে ছেলেটি বেঁচে আছে। কিন্তু মা বিহীন এই শিশু সন্তানটির ভবিষ্যৎ অনিশ্চিত। এ প্রেক্ষিতে বাংলাদেশ অলিম্পিক এ্যাসোসিয়েশনের (বিওএ) সহ-সভাপতি, জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত সংগঠক, সাতক্ষীরা জেলা আন্তর্জাতিক ক্রীড়াবিদ ও সংগঠক ফোরামের প্রধান উপদেষ্টা শেখ বশির আহমেদ মামুন নবজাতকটির ভবিষ্যতের জন্য নগদ এক লাখ টাকা প্রদান করেছেন। একই সঙ্গে ভবিষ্যতে শিশুটির লেখাপড়ায় সহযোগিতার আশ্বাস দিয়েছেন। বশির প্রদত্ত অর্থ সহায়তা সাতক্ষীরা কালিগঞ্জ উপজেলার লক্ষীনাথাপুরে রাজিয়ার গ্রামে তার পরিবারের কাছে পৌঁছে দেন সাতক্ষীরা জেলা আন্তর্জাতিক ক্রীড়াবিদ ও সংগঠক ফোরামের আহবায়ক, জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত সাবেক ফিফা রেফারি তৈয়েব হাসান, ফোরামের সদস্য সচিব ও সাবেক জাতীয় ফুটবলার ইমাদুল হক খান, সাবেক ফিফা সহকারী রেফারি ইকবাল আলম বাবলু, কালিগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু প্রমুখ।
রুমেল খান/এসআর