ঢাকা, বাংলাদেশ   বুধবার ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

ফরিদপুরে তৃণমূল পর্যায়ে রাগবির কার্যক্রম

প্রকাশিত: ১৮:৪৩, ৮ ডিসেম্বর ২০২৩

ফরিদপুরে তৃণমূল পর্যায়ে রাগবির কার্যক্রম

ফরিদপুরে গ্রাসরুট রাগবি প্রশিক্ষক প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে

৩ জেলায় গ্রাসরুটস লেভেল রাগবি কোচেস কোর্স পরিচালনা করবে বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়ন।  ৮ ও ৯ ডিসেম্বর ফরিদপুরে, ২২ ও ২৩ ডিসেম্বর সাতক্ষীরায় এবং ২৪ ও ২৫ ডিসেম্বর নড়াইলে এ কার্যক্রম অনুষ্ঠিত হবে। 

এ জেলাগুলো বেছে নেয়ার কারণ হিসেবে জানা গেছে, এ জেলাগুলোতে রাগবির তেমন প্রচার-প্রচার নেই এ কারণে রাগবি খেলার প্রচার-প্রসার বৃদ্ধি করাই এ কার্যক্রমের প্রধান লক্ষ। একইসাথে রাগবিকে তৃণমূলে পৌছে দেয়ার জন্য প্রশিক্ষক তৈরি করার কার্যক্রম হাতে নেয়া হয়েছে, যা বাংলাদেশে রাগবি উন্নয়নের ব্যাপক প্রসার ঘটবে।

শিডিউল অনুযায়ী ১০ প্রশিক্ষণার্থী নিয়ে আজ থেকে ফরিদপুরে শুরু হয়েছে গ্রাসরুট রাগবি প্রশিক্ষক প্রশিক্ষণ কোর্স। প্রশিক্ষক দিচ্ছেন কাউসার আহমেদ।

এই কোচেস কোর্সগুলো পরিচালিত করা হবে গাছতলায়। পর্যায়ক্রমে এই কোর্সটি ৬৪ জেলার বিভিন্ন স্থানে পরিচালনা করা হবে। 
কোর্সটির কোর্স কো-অর্ডিনেটর হিসেবে রয়েছেন ফেডারেশনের যুগ্ম সম্পাদক সাঈদ আহমেদ।

রুমেল খান

এবি 

×