ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

মদবহন- বসুন্ধরার পাঁচ ফুটবলার নিষিদ্ধ

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: ২২:৩৫, ২ অক্টোবর ২০২৩

মদবহন- বসুন্ধরার পাঁচ ফুটবলার নিষিদ্ধ

দেশসেরা গোলরক্ষক আনিসুর রহমান

মদবহনের দায়ে বসুন্ধরা কিংসের তপু বর্মণ, আনিসুর রহমান জিকো, শেখ মোরসালিন, তৌহিদুল আলম সবুজ এবং রিমন হোসেন নিষিদ্ধ হয়েছেন! ক্লাব কৃর্তপক্ষ নিষিদ্ধ করেছে তাদের।
সম্প্রতি মাজিয়ার বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ খেলে মালদ্বীপ থেকে দেশে ফিরে আসে কিংস। ফেরার পথে বিমানবন্দরের ডিউটি ফ্রি-শপ থেকে একাধিক মদের বোতল ক্রয় করেন জিকোরা। বিদেশে এটা বৈধ হলেও বাংলাদেশে বেআইনি। তবে অনুমতি নিয়ে এসব পণ্য বহন করা যায়। কিন্তু কোন অনুমতির ধার ধারেননি ওই ‘পঞ্চপা-ব’। বিষয়টি জানার পর কালবিলম্ব না করে তাদের বিপক্ষে শাস্তিমূলক ব্যবস্থা নেয় বসুন্ধরা কিংস কর্তৃপক্ষ। ঢাকা ফেরার পর তাদের বসুন্ধরা কিংসের নিয়মিত স্কোয়াডের বাইরে রাখা হয়েছে। 
কিন্তু এ ব্যাপারে দেশের শীর্ষস্থানীয় ক্লাবটি গণমাধ্যমে মুখ খুলতে রাজি হয়নি। তবে জানা গেছেÑ দলের শৃঙ্খলা ঠিক রাখার জন্যই পাঁচ ফুটবলারকে স্কোয়াডের বাইরে রাখা হয়েছে। সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে তাদের। ক্লাব মনে করেছে ফুটবলাররা এমন কিছু করেছেন যা দলের শৃঙ্খলার পরিপন্থি। স্বচ্ছতা ও জবাবদিহিতার ইস্যুতে বসুন্ধরা কিংসের মূলনীতির সঙ্গে সাংঘর্ষিক। উল্লেখ্য, নিষিদ্ধ হওয়া পাঁচজনই জাতীয় দলের খেলোয়াড়।

×