ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

গত ১৫-২০ বছর ধরে তেলা মাথায় তেল দেওয়া হয়েছে: উপদেষ্টা ফাওজুল কবির

প্রকাশিত: ১৫:৩০, ৯ মে ২০২৫; আপডেট: ১৬:০১, ৯ মে ২০২৫

গত ১৫-২০ বছর ধরে তেলা মাথায় তেল দেওয়া হয়েছে: উপদেষ্টা ফাওজুল কবির

ছবি: সংগৃহীত

সরকারের উন্নয়ন কার্যক্রম যেন শুধুমাত্র রাজধানী ও বড় শহর কেন্দ্রীক না থাকে, সে লক্ষ্যে দেশের অবহেলিত এলাকাগুলোর দিকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার—এমনটাই জানিয়েছেন উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

তিনি বলেন, “গত ১৫-২০ বছর ধরে যে উন্নয়নের কথা বলা হয়, সেটা মূলত ঢাকা ও বড় শহরগুলোতেই সীমাবদ্ধ ছিল। যেখানে রাস্তা ছিল, সেখানেই মেট্রোরেল হয়েছে। যেসব এলাকায় আগে থেকেই কিছু অবকাঠামো ছিল, সেগুলোতেই বড় বড় মেগা প্রকল্প হয়েছে। এসব প্রকল্প মূলত দুর্নীতির উৎস হিসেবে ব্যবহৃত হয়েছে—সরকারি অর্থ আত্মসাতের হাতিয়ার ছিল এসব।”

তিনি আরও বলেন, “আমরা এখন সেই তথাকথিত উন্নয়নকে ঢাকার বাইরের, অবহেলিত এলাকাগুলোর দিকে নিয়ে যেতে চাই। বিশেষ করে আমাদের এলাকাগুলোর দিকে, যেখানে উন্নয়নের কোনও ছোঁয়াই লাগেনি এতদিন। আমি নিজেও এমন এক অবহেলিত এলাকার সন্তান—সন্দ্বীপ থেকে এসেছি। সেখানে আমরা একটি সম্পূর্ণ বিনামূল্যে পরিবহন সেবা চালু করেছি। কিন্তু দুঃখজনকভাবে সেখানে একশ্রেণির লোক তা বাধাগ্রস্ত করছে।”

জনগণের সহযোগিতা চেয়ে তিনি বলেন, “আপনারা ঠিক করবেন, আপনারা প্রকৃত উন্নয়ন চান কি না। যদি জনগণ আন্তরিকভাবে সহযোগিতা করে, তাহলে আমরাও আরও জোরালোভাবে পাশে দাঁড়াতে পারব।”

বক্তব্যের শেষদিকে উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান জানান, মীরগঞ্জে একটি নতুন সেতু নির্মাণের অনুমোদন ইতোমধ্যেই দেওয়া হয়েছে। এ বিষয়ে মাঠপর্যায়ে খোঁজ নিতে তিনি নিজে সরেজমিনে এলাকা পরিদর্শনে এসেছেন বলেও জানান তিনি।

 

সূত্র: https://www.youtube.com/watch?v=p6uZAJuWzow

এএইচএ

আরো পড়ুন  

×