ঢাকা, বাংলাদেশ   শনিবার ১০ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি তপন কান্তি দে গ্রেফতার

পার্বত্যাঞ্চল প্রতিনিধি, খাগড়াছড়ি ॥

প্রকাশিত: ২১:২৮, ৯ মে ২০২৫

খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি তপন কান্তি দে গ্রেফতার

খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি তপন কান্তি দে-কে পুলিশের একটি বিশেষ অভিযানে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (৮ মে) রাতে খাগড়াছড়ি সদর শহরের শান্তি নগর এলাকা থেকে তাকে আটক করা হয়।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, তপন কান্তি দে’র বিরুদ্ধে খাগড়াছড়ি সদর থানা সহ জেলার বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এসব মামলার ভিত্তিতেই তাকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত তপন কান্তি দে-কে শুক্রবার (৯ মে) দুপুরে খাগড়াছড়ি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে আদালত শুনানি শেষে তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।

নুসরাত

×