ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

ম্যারাডোনা স্টেডিয়ামে নাপোলি ও রিয়াল মাদ্রিদ লড়াই

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: ২২:৩৪, ২ অক্টোবর ২০২৩

ম্যারাডোনা স্টেডিয়ামে নাপোলি ও রিয়াল মাদ্রিদ লড়াই

ফুটবল খেলা

ফুটবল ইতিহাসের সর্বকালের সেরা দুই খেলোয়াড়ের একজন দিয়েগো আরমান্ডো ম্যারাডোনা। আর্জেন্টাইন ফুটবল ঈশ্বর ইতালিয়ান ক্লাব নাপোলিকেও দিয়েছেন স্বর্ণসাফল্য। তাইতো ইতালির নেপলসের স্টাডিও সান পাওলো স্টেডিয়ামকে ‘দিয়েগো ম্যারাডোনা’র নামে নামকরণ করা হয়েছে। এই মাঠেই অর্থাৎ ম্যারাডোনা স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে স্বাগতিক নাপোলি ও অতিথি রিয়াল মাদ্রিদ। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ‘সি’ গ্রুপের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় আজ রাত ১টায়। গ্রুপের আরেক ম্যাচে লড়বে জার্মানির ইউনিয়ন বার্লিন ও পর্তুগালের স্পোর্টিং ব্রাগা। 
নতুন মৌসুমের শুরু থেকেই ইংলিশ তরুণ জুড বেলিংহাম রিয়াল মাদ্রিদের রক্ষাকবচ হিসেবে কাজ করে চলেছেন! যখনই দলের প্রয়োজন তখনই জ্বলে উঠছেন ২০ বছর বয়সী এই মিডফিল্ডার। চ্যাম্পিয়ন্স লিগে নতুন মৌসুমে রিয়ালের প্রথম ম্যাচে আরও একবার সে স্বাক্ষর রেখেছেন তিনি। গত ২০ সেপ্টেম্বর ঘরের মাঠ সান্টিয়াগো বার্নাবুতে সবাই যখন ধরে নিয়েছেন ড্র নিয়েই মাঠ ছাড়তে হবে গ্যালাক্টিকোদের; তখনই ত্রাণকর্তা হিসেবে আবির্ভূত হন বেলিংহাম। ‘সি’ গ্রুপের ম্যাচের অন্তিম সময়ে তার করা গোলেই সফরকারী জার্মান ক্লাব ইউনিয়ন বার্লিনকে ১-০ ব্যবধানে হারিয়ে শুভসূচনা করে রিয়াল। এবার তাই নাপোলির বিরুদ্ধে টানা দুই জয়ের মিশন কোচ কার্লো আনচেলোত্তির দলের। নিজেদের প্রথম ম্যাচে ব্রাগাকে হারানো নাপোলিও অভিন্ন লক্ষ্যে লড়বে। প্রথম ম্যাচে পুরো ম্যাচেই বাক্সবন্দি হয়ে থাকলেও শেষ মুহূর্তে খেল দেখিয়ে হিরো বনে যান বেলিংহাম। 
মাত্র চার বছর আগে জার্মান বুন্দেসলিগায় উন্নীত হয়ে এবারই প্রথমবারের মতো ইউরোপিয়ান শীর্ষ ক্লাব আসরে খেলার যোগ্যতা অর্জন করেছে ইউনিয়ন বার্লিন। অভিজাত আসরে নিজেদের প্রথম ম্যাচেই দারুণ পারফর্ম্যান্স প্রদর্শন করেছে তারা। প্রথম ম্যাচের পর রিয়াল কোচ আনচেলোত্তি বলেন, শেষ মিনিটে গোল করার অর্থ হলো এই জার্সির স্পিরিট এমনই। কোনোভাবেই ম্যাচ ছেড়ে দেয়া যাবে না। বেলিংহাম অসাধারণ একজন খেলোয়াড়। তবে ভাগ্যও তাকে সহায়তা করেছে। কারণ গোলটি হয়েছে ফিরতি বলে। বেলিংহাম সঠিক পজিশনে ছিল। নিচে থেকে সে উপরে উঠে এসেছিল। অন্য যে কারো চেয়ে তার তীক্ষèতা বেশি  ছিল। নাপোলির বিরুদ্ধে ম্যাচ নিয়ে অবশ্য সতর্ক রিয়াল বস। ইতালিয়ান এই কোচ বলেন, নাপোলি অনেক ভালো দল। তাদের মাঠে খেলা সবসময়ই কঠিন। ভালো একটা ম্যাচ হবে। 
ম্যাচটির আগে অনেক স্মৃতিই সামনে আসছে রিয়াল কোচের। ২০১৯ সালে নাপোলি থেকে সভাপতি অরেলিও ডি লরেনটিস ছাঁটাই করেছিলেন আনচেলোত্তিকে। অথচ এর মাত্র ঘন্টখানেক আগে জেঙ্ককে ৪-০ গোলে বিধ্বস্ত করে চ্যাম্পিয়ন্স লিগে নাপোলিকে নকআউট পর্ব উপহার দিয়েছিলেন। ওই সময় ইতালিয়ান সিরি এ লিগে নাপোলি সপ্তম স্থান পেয়েছিল। গত মৌসুমে ৩৩ বছর পর প্রথমবারের মত সিরি এ লিগ শিরোপা জয় করার পর ডি লরেনটিস স্বীকার করেছিলেন চার বছর আগে তার সিদ্ধান্ত সঠিক ছিল। মাত্র দেড় বছর নাপোলিতে কোচ হিসেবে কাজ করেছেন আনচেলোত্তি। তার অধীনে ম্যারাডোনার সাবেক ক্লাব ২০১৮-১৯ মৌসুমে লিগে দ্বিতীয় স্থান পেয়েছিল। কিন্তু পরের বছরই তার বিদায় নিশ্চিত হয়। 
পরের বছর আনচেলোত্তি এভারটনের দায়িত্ব পান। সেখানেও কাটিয়েছেন দুই বছর। কিন্তু নাপোলির চাকরিচ্যুত হওয়ার পর আনচেলোত্তিকে নিয়ে সমালোচনা কম হয়নি। ড্রেসিংরুম টেনশন ও ডি লরেনটিসের সাথে বিভিন্ন বিষয়ে মতবিরোধই তার বিদায় তরান্বিত করেছিল। সভাপতি খুব ভালমতই বুঝে গিয়েছিলেন নাপোলিকে পরিচালনা করার মত পরিকল্পনা আনচেলোত্তির মধ্যে নেই! কিন্তু ২০২১ সালে আবারো মাদ্রিদে ফিরে আসার মাধ্যমে আনচেলোত্তি পুনরায় নিজেকে এলিট পর্যায়ের কোচ হিসেবে প্রতিষ্ঠিত করেন। ২০২২ সালে তার অধীনে রিয়াল চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জয় করে। কোচ হিসেবে আনচেলোত্তির এটি চতুর্থ চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা। যা যেকোন কোচের জন্য রেকর্ড। একইসাথে লা লিগার শিরোপাও ঘরে তুলে রিয়াল। এবার সেই আনচেলোত্তির সাবেক ক্লাবের বিরুদ্ধে ভাল করার চ্যালেঞ্জ।

×