ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

আফগানদের বিপক্ষে খেলতে শতভাগ প্রস্তুত সাকিব

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: ২২:৩০, ২ অক্টোবর ২০২৩; আপডেট: ১৯:১৪, ৩ অক্টোবর ২০২৩

আফগানদের বিপক্ষে খেলতে শতভাগ প্রস্তুত সাকিব

সাকিব আল হাসান

বাংলাদেশ দলের জন্য সবচেয়ে বড় চিন্তার কারণ হয়ে উঠেছে এখন ইনজুরি সমস্যা। ফিটনেস সমস্যার জেরে বিশ্বকাপ স্কোয়াড থেকেই ছিটকে গেছেন। এরপর বিশ্বকাপ অভিযানে গিয়েই দলগত প্রথম অনুশীলনে পায়ের গোঁড়ালিতে আঘাত পেয়েছেন অধিনায়ক সাকিব আল হাসান। বিষয়টি নিয়ে নানা শঙ্কা তৈরি হয়। গুঞ্জন ওঠে বাংলাদেশ অধিনায়ক বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন না। দুটি প্রস্তুতি ম্যাচেও খেলেননি তিনি। সে কারণে শঙ্কাটা আরও বেড়ে যায়। তবে সোমবার গুয়াহাটিতে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় অফিসিয়াল প্রস্তুতি ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়া নাজমুল হোসেন শান্ত জানিয়েছেন, বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচ খেলবেন সাকিব। বাঁহাতি এই অলরাউন্ডার ১০০ ভাগ ভালো হয়ে উঠেছেন বলে দাবি করেছেন শান্ত।
গত ২৭ সেপ্টেম্বর সন্ধ্যায় গুয়াহাটি পৌঁছে বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড। সেখানে বিশ্বকাপের দুটি অফিসিয়াল প্রস্তুতি ম্যাচ খেলার জন্যই গেছে বাংলাদেশ দল। কিন্তু ২৯ সেপ্টেম্বর প্রথম প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে নামতে পারেননি সাকিব। জানা যায় আগের দিন অনুশীলনে ফুটবল খেলতে গিয়ে পায়ের গোঁড়ালিতে ব্যথা পান তিনি এবং কিছুটা ফুলেও যায়। টিম ম্যানেজমেন্ট জানিয়ে দেয় সতর্কতার জন্যই অধিনায়ককে খেলানো হয়নি। তার পরিবর্তে নেতৃত্ব দেন মেহেদি হাসান মিরাজ। সাকিবকে ছাড়াই ম্যাচটি জিতেছে বাংলাদেশ ৭ উইকেটে। কিন্তু সাকিবকে খুঁড়িয়ে হাঁটতে দেখা গেছে যেটি তাকে নিয়ে ধোঁয়াশার তৈরি করে। সাকিব কি আদৌ সুস্থ হয়ে উঠতে পারবেন।

এ বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস বলেছেন, ‘সাকিব প্রথম ম্যাচ থেকেই খেলবে। সমস্যা গুরুতর নয়। আমরা ঝুঁকি নিতে চাই না। তাই তাকে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচেও বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’ ওই সময়ই জানা যায় হুট করে ব্যথা পাওয়ার জন্যই শুধু নয়, সাকিবকে এমনিতেও প্রথম প্রস্তুতি ম্যাচে বিশ্রাম দেওয়ার পরিকল্পনা ছিল বাংলাদেশের টিম ম্যানেজমেন্টের। সোমবার দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের আরেকজন অধিনায়ককে দেখা গেছে।

বিশ্বকাপ স্কোয়াডে সহঅধিনায়ক শান্ত এদিন অধিনায়ক হিসেবে টস করেছেন। প্রথম ম্যাচে তিনি কিছুক্ষণ ফিল্ডিং করলেও আসলে খেলেননি বলেই মিরাজ নেতৃত্ব দেন। টস জেতার পর সাকিবের বিষয়ে শান্তকে প্রশ্ন করা হয়েছে তার সর্বশেষ অবস্থা জানার জন্য। ওই সময় শান্ত বলেছেন, ‘সাকিব ভাই ১০০ ভাগ ভালো আছে এবং প্রস্তুত প্রথম ম্যাচের জন্য।’ তার এই বক্তব্যের পর অনেকটাই স্বস্তি এসেছে বাংলাদেশের ভক্ত-সমর্থকদের মাঝে। কারণ তামিমের মতো অভিজ্ঞ ক্রিকেটার না থাকায় এখন টপঅর্ডারের দিকে সাকিব যেমন ব্যাটিংয়ের জন্যও ভরসা, তেমনি যে কোনো পরিবেশে তার বাঁহাতি স্পিন অপরিহার্য দলের জন্য। এবার এশিয়া কাপে দল ব্যর্থ হলেও ব্যাটে-বলে বেশ ভালো পারফর্ম করেছেন সাকিব।

তাছাড়া অধিনায়ককে ছাড়াই আফগানদের বিপক্ষে প্রথম ম্যাচ নামতে হলে বিশ্বকাপের শুরুতেই বড় এক অস্বস্তি নিয়েই থাকত বাংলাদেশ দল। এখন সাকিবের সুস্থতা এবং বিশ্বকাপের প্রথম ম্যচেই তার থাকাটা নিশ্চিত হওয়াতে দলগতভাবেই উজ্জীবিত থাকতে পারবে। আগামী ৭ অক্টোবর ধর্মশালায় বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচ আফগানিস্তানের বিপক্ষে। তাই সাকিব যথেষ্ট বিশ্রাম পাবেন এখনো নিজেকে পুরোপুরি ফিরে পেতে।

×