ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

৩৭ ওভারে বাংলাদেশের সংগ্রহ ১৮৮ রান

প্রকাশিত: ২১:০৩, ২ অক্টোবর ২০২৩; আপডেট: ২১:১৭, ২ অক্টোবর ২০২৩

৩৭ ওভারে বাংলাদেশের সংগ্রহ ১৮৮ রান

উদ্বোধনী ব্যাটসম্যান তানজিদ হাসানকে তুলে নেন মার্ক উড। এতে স্বস্তি ফিরে ইংলিশদের দলে।

বৃষ্টির কারণে ম্যাচটি কমে এসেছে ৩৭ ওভারে। বাংলাদেশ ৯ উইকেটে সংগ্রহ করেছে ১৮৮ রান। 
তবে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ইংল্যান্ডের লক্ষ্য কিছুটা বেড়েছে। ৩৭ ওভারে তাদের করতে হবে ১৯৭ রান।

বৃষ্টির কারণে অনেকটা সময় ধরে বন্ধ রয়েছে বাংলাদেশ ও ইংল্যান্ডের মধ্যকার প্রস্তুতি ম্যাচ। বৃষ্টি থামার পর ৩০ ওভারে ৫ উইকেটে ১৫৩ রান নিয়ে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ।

তানজিদ হাসান তামিমের মতো টানা দ্বিতীয় ম্যাচে ফিফটির দেখা পেয়েছেন মেহেদি হাসান মিরাজও। তবে তামিম আর মিরাজ জ্বলে উঠলেও টপ আর মিডল অর্ডারের অন্য ব্যাটসম্যানরা করেছেন হতাশ।

লিটন দাস ৫, নাজমুল হোসেন শান্ত ২, মুশফিকুর রহিম ৮ আর মাহমুদউল্লাহ রিয়াদ আউট হয়েছেন ১৮ রান করেই। তানজিদ হাসান বোল্ড আউট হন ৪৫ রানে। দরকে একমাত্র বড় রান উপহার দেন মেহেদী হাসান মিরাজই। ১০ চারে নিজের ইনিংস সাজিয়েছেন ৭৪ রানে। তাকে তুলে নেন ডেভিড উইলি।

ইংল্যান্ডের হয়ে রিস টপলি শিকার করেন তিন উইকেট। এছাড়া দুটি করে উইকেট তুলে নেন ডেভিড উইলি ও আদিল রশিদ।

বিশ্বকাপের মূল মঞ্চে নামার আগে বাংলাদেশের শেষ প্রস্তুতি ম্যাচ এটি। গুয়াহাটিতে ইংল্যান্ডের বিপক্ষে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

 

এসআর

×