ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

বালিকা কলেজ রাগবিতে আদমজী ক্যান্টনম্যান্ট চ্যাম্পিয়ন

প্রকাশিত: ২০:৫৪, ২ অক্টোবর ২০২৩

বালিকা কলেজ রাগবিতে আদমজী ক্যান্টনম্যান্ট চ্যাম্পিয়ন

শিরোপা জিতেছে আদমজী ক্যান্টনমেন্ট কলেজ।

বাংলাদেশ রাগবি ফেডারেশনের সার্বিক ব্যবস্থাপনায় ও ওয়ালটন হাইটেক ইন্ড্রাস্টিজ লিঃ-এর পৃষ্ঠপোষকতায় “ওয়ালটন ৫ম অনুর্ধ-২০ বালিকা কলেজ রাগবি প্রতিযোগিতা-২০২৩”-এর ফাইনাল ম্যাচ আজ সোমবার শেষ হয়েছে। পল্টন আউটার স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল শেষে শিরোপা জিতেছে আদমজী ক্যান্টনমেন্ট কলেজ। ফাইনালে তারা ১৯-১৭ পয়েন্টে গাজিরচট আকবর মন্ডল স্কুল এন্ড কলেজকে হারায়।  

প্রধান অতিথি হিসেবে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলকে পুরস্কার প্রদান করেন জাতীয় ক্রীড়া পরিষদের সচিব পরিমল সিংহ। বিশেষ অতিথি ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের সিনিয়র নির্বাহী পরিচালক এফ.এম. ইকবাল বিন আনোয়ার (ডন)।

এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়নের সাধারণ সম্পাদক মৌসুম আলী, যুগ্ন সম্পাদক সাঈদ আহমেদ, কার্যনির্বাহী কমিটির সদস্য সিরাজুল ইসলাম ও টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান পারভিন পুতুল, টুর্নামেন্ট সম্পাদক নূর ই আফরোজ এবং ফেডারেশনের অন্যান্য কর্মকর্তারা।
 

 

রুমেল খান

×