ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৭ ডিসেম্বর ২০২৪, ২৩ অগ্রাহায়ণ ১৪৩১

টোকিওর নতুন রানী ভেরোনিকা

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: ২২:১৮, ১ অক্টোবর ২০২৩

টোকিওর নতুন রানী ভেরোনিকা

.

অবশেষে শিরোপার দেখা পেলেন ভেরোনিকা কুদেরমেতোভা। রবিবার জেসিকা পেগুলাকে হারিয়ে টোকিও ওপেনের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন তিনি। শিরোপার লড়াইয়ে রাশিয়ান তারকা - এবং - গেমে পরাজিত করেন আমেরিকান তারকা পেগুলাকে। সেই সঙ্গে আড়াই বছর পর আবারও কোন টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হলেন কুদেরমেতোভা। টোকিও ওপেনের প্রথম ট্রফি জিতলেন তিনি।

এটি তার ক্যারিয়ারের দ্বিতীয় ট্রফি। ফাইনালে ঘণ্টা ২৪ মিনিটের লড়াই শেষে জয় নিশ্চিত করনে তিনি। রাশিয়ান তারকার দুটি শিরোপাই অবশ্য ডব্লিউটিএ ৫০০ পর্যায়ের। এর আগে ২০২১ সালের এপ্রিলে সবুজ ক্লে কোর্টের টুর্নামেন্ট চার্লস্টনে চ্যাম্পিয়ন হয়েছিলেন তিনি। আমেরিকান তারকাকে হারিয়ে জীবনের দ্বিতীয় শিরোপা জয়ের পর দারুণ রোমাঞ্চিত বিশ্ব টেনিস ্যাঙ্কিংয়ের ১৯ নম্বরে থাকা কুদেরমেতোভা। ম্যাচের পর নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, ‘জেসিকা অসাধারণ মাপের একজন খেলোয়াড়। টেনিস কোর্টে সে একজন সত্যিকারের যোদ্ধা। তার বিপক্ষে ফাইনালে লড়াই করার সব ধরনের প্রস্তুতি নিয়েই কোর্টে নেমেছিলাম।

×