
আলভারো মোরাতা
স্প্যানিশ তারকা আলভারো মোরাতার জোড়া গোলে মাদ্রিদ ডার্বিতে নাকাল হয়েছে রিয়াল মাদ্রিদ। রবিবার রাতে স্প্যানিশ লা লিগার ম্যাচে নগর প্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে ৩-১ গোলে হেরেছে গ্যালাক্টিকোরা। অ্যাটলেটিকোর মাঠ মেট্রোপলিটানো স্টেডিয়ামে স্বাগতিকদের হয়ে অপর গোলটি করেন ফরাসি ফরোয়ার্ড অ্যান্টোনিও গ্রিজম্যান। রিয়ালের একমাত্র গোলদাতা জার্মান মিডফিল্ডার টনি ক্রুস। এর ফলে এবারের মৌসুমে প্রথম পরাজয়ের তিক্ত স্বাদ পেয়েছে রিয়াল।
রিয়াল তাদের শতভাগ জয়ের রেকর্ড হারানোর কারণে লিগ টেবিলের শীর্ষে উঠে এসেছে বর্তমান চ্যাম্পিয়ন বার্সিলোনা। ছয়টি করে ম্যাচ শেষে এক নম্বরে থাকা বার্সার পয়েন্ট ১৬। সমান পয়েন্ট নিয়ে গোলগড়ে দুইয়ে চমক দেখিয়ে চলা জিরোনা। ১৫ পয়েন্ট নিয়ে তিন নম্বরে রিয়াল মাদ্রিদ। ১০ পয়েন্ট নিয়ে পাঁচে অবস্থান করছে অ্যাটলেটিকো মাদ্রিদ।
উপভোগ্য ম্যাচে স্বাগতিক অ্যাটলেটিকোর সঙ্গে সমানতালে লড়াই করতে পারেনি কোচ কার্লো আনচেলোত্তির শিষ্যরা। ম্যাচের শুরুতেই মোরাতার হেডে এগিয়ে যায় স্বাগতিকরা। এরপর ব্যবধান দ্বিগুণ করেন গ্রিজম্যান। বিরতির আগে টনি ক্রুস দুর্দান্ত শটে রিয়ালকে ম্যাচে ফেরানোর ইঙ্গিত দেন। কিন্তু দ্বিতীয়ার্ধের শুরুতেই মোরাতা আবারও গোল করে অ্যাটলেটিকোর জয় নিশ্চিত করেন। অভিজ্ঞ দুই মিডফিল্ডার লুকা মডরিচ ও টনি ক্রুসকে এবারের মৌসুমে খুব কমই খেলার সুযোগ দিয়েছেন আনচেলোত্তি। কিন্তু মৌসুমের প্রথম বড় ম্যাচে কোচ ঠিকই তার সবচেয়ে নির্ভরযোগ্য দুই খেলোয়াড়কে সেরা একাদশে খেলান। তাদের জায়গা করে দিতে একাদশ থেকে বাদ পড়েন অরেলিয়েন টিচুয়ামেনি ও স্ট্রাইকার জোসেলু। আক্রমণভাগে রডরিগোর সঙ্গে কিছুটা এগিয়ে রাখা হয়েছিল জুড বেলিংহামকে। ডার্বির আগে ছয় ম্যাচে ছয় গোল করা বেলিংহামই ছিলেন রিয়ালের আক্রমণভাগের মূল ভরসা। হ্যামস্ট্রিং ইনজুরি থেকে সুস্থ হয়ে উঠলেও পেটের সমস্যায় ভুগতে থাকা তারকা ফরোয়ার্ড ভিনিসিয়াস জুনিয়রের দলে ফেরা হয়নি।
প্রতিপক্ষের মাঠে শুরুতেই ভড়কে যায় রিয়াল। চতুর্থ মিনিটে লেফট-উইং থেকে স্যামুয়েল লিনোর ক্রসে মোরাতা গোল করে অ্যাটলেটিকোকে এগিয়ে নেন। ১৮ মিনিটে সাউল নিগুয়েজের ক্রস থেকে হেডে রিয়াল গোলরক্ষক কেপা আরিজাবালাগকে পরাস্ত করে ব্যবধান দ্বিগুণ করেন অভিজ্ঞ গ্রিজম্যান। ৩৫ মিনিটে টনি ক্রুস দুর্দান্ত গোল করে রিয়ালকে লড়াইয়ে ফেরান। বিরতির পর ম্যাচ শুরুর মিনিটখানেকের মধ্যে অ্যাটলেটিকো আরও এক গোল করলে বেকায়দায় পড়ে রিয়াল। সাউলের ক্রস থেকে মোরাতা দলের হয়ে তৃতীয় গোলটি করেন। আলাবা ও কামভিনগা মিলেও তাকে আটকাতে পারেননি। বাকি সময়ে চেষ্টা করেও আর গোলের দেখা পায়নি রিয়াল। ম্যাচ শেষে হতাশ রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলোত্তি বলেন, আমাদের রক্ষণভাগে সমস্যা ছিল। যা গত কয়েক ম্যাচে দেখা যায়নি। মাত্র ৪৫ মিনিটে তারা আমাদের তিন গোল দিয়েছে। রাতটা মোটেই ভালো যায়নি। প্রথমার্ধে পুরো দলের মধ্যে আগোছালো ভাব দেখা গেছে। এই সুযোগই অ্যাটলেটিকো কাজে লাগিয়েছে।
রিয়াল কোচ আরও বলেন, তিনটি গোলই ছিল একটি অপরটির ফটোকপি। সেন্টার-ব্যাকদের মধ্যে যে জায়গা পেয়েছে সেখানেই আমার ফরোয়ার্ডরা পজিশন নিয়েছে। আর সেখান থেকেই তারা গোল পেয়েছে। দুই গোল করে উচ্ছ্বসিত মোরাতা বলেন, সবচেয়ে জরুরি হলো দলে আমি নিজেকে গুরুত্বপূর্ণ মনে করছি। হতে পারে তা অন্য যে কোনো বছরের তুলনায় একটু বেশি। আশা করছি জয়ের এই ধারা বজায় রাখতে পারব। কারণ অ্যাটলেটিকোর হয়ে আমি সত্যিকার অর্থেই শিরোপা জিততে চাই। সকল সমর্থকের জন্য আমি খুব খুশি। যে কোনো ক্লাবকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তারাই মূল ভূমিকা পালন করে। আমরা একসঙ্গে তাদের জন্যই খেলেছি।